Aindrila Sharma: প্রতি মুহূর্তে চলছে বাঁচার লড়াই, সংকট কাটছে না ‘ফাইটার’ ঐন্দ্রিলার

নভেম্বরের ১ তারিখ ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma)। হঠাৎ করে শারীরিক অবনতি তারপরেই হাসপাতালে ভর্তি করার পর থেকেই ১৩ দিন হয়ে গিয়েছে ভেন্টিলেশনে রয়েছে…

নভেম্বরের ১ তারিখ ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma)। হঠাৎ করে শারীরিক অবনতি তারপরেই হাসপাতালে ভর্তি করার পর থেকেই ১৩ দিন হয়ে গিয়েছে ভেন্টিলেশনে রয়েছে ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোক হওয়ায় কোমায় চলে যায় ‘জীয়ন কাঠি’র অভিনেত্রী। কোমা থেকে কয়েকদিন এর মধ্যে বেরিয়ে আসলেও এখনো সংকটে রয়েছে ঐন্দ্রিলা।

নভেম্বর 1 তারিখ হঠাৎ ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। প্রথমে বিষয়টি সে বা তার পরিবারের লোকজন বুঝতে না পারলেও ধীরে ধীরে অবশ হয়ে আসে ঐন্দ্রিলার শরীরের বাঁ দিক। সাথে সাথে ব্যাপারটি জানান তার মাকে। পরে সময়ের সাথে সাথে অসাড় হয়ে আসে আসে ডান দিক। ওই ঘটনার দিন প্রচন্ডরকম বমি হতে শুরু করে অভিনেত্রীর সাথে ছিল মারাত্মক রকম জ্বর। মিনিট দশকের মধ্যেই ঐন্দ্রিলা শরীরে প্রচন্ড অবনতি হয় যার ফলে তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়।

   

ঘটনা দিন খবর পাওয়া মাত্র ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী পৌঁছে যায় তার বাড়িতে এবং নিজেই সে হাসপাতালে নিয়ে যায় ঐন্দ্রিলাকে। হাসপাতালে ভর্তি করা মাত্রই চিকিৎসকরা বলেন ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হয়েছে এবং কোমায় চলে গিয়েছেন অভিনেত্রী। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অদম্য ইচ্ছা শক্তি এবং জীবনী শক্তির জোরে আরো একবার কোমা থেকে বেরিয়ে আসেন এই সাহসী অভিনেত্রী। 

হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে তার ভেন্টিলেটর সাপোর্ট কিছুটা কমানো হয়েছে। এখন ভেন্টিলেটর CPAP সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। মাঝে জ্বর অত্যাধিক বেড়ে গিয়েছিল। তবে আগের থেকে জ্বর কমলেও এখনো জ্বর রয়েছে অভিনেত্রীর। বিগত দুদিন ধরে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা বারবার অবনতি হয়েছিল কিন্তু বর্তমানে সে অনেকটাই স্থিতিশীল। তবে সংক্রমণ ও জ্বর এখনো কমেনি তাই কোথাও একটা শারীরিক সংকট রয়েই যাচ্ছে ঐন্দ্রিলার।

ঐন্দ্রিলার বাঁচার লড়াইটা শুরু হয়েছিল ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি। বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। অদম্য ইচ্ছা শক্তি এবং সাহসের জেরে সেই বারের মতো সেই জিতে যায় জীবন যুদ্ধে। তবে যুদ্ধ যে তার পিছু ছাড়েনি। ২০২১ সালে আবারো একবার দ্বিতীয়বার ডান ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয় ঐন্দ্রিলা। প্রথম থেকেই ঐন্দ্রিলার পাশে রয়েছে তার বাবা মা দিদি সহ পরিবারের লোকজন এবং তার সবচেয়ে কাছের বন্ধু সব্যসাচী। সকলের সাপোর্ট আর নিজের অবিশ্বাস্য ইচ্ছা শক্তি নিয়ে দ্বিতীয়বারের মধ্যেও ক্যান্সারকে হারিয়ে জিতে ফিরে আসে ঐন্দ্রিলা। যে ঐন্দ্রিলা এতটাই বাঁচার ইচ্ছে শক্তি তাকে কেই বা হারাতে পারবে। সে আবারো জীবন যুদ্ধে মাথা উঁচু করে জয়ী হয়ে ফিরবে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তার ভক্তরা আরোগ্য কামনা করছেন ঐন্দ্রিলার। আবারও একবার সকলে হাসিমুখে দেখতে চান ‘ফাইটার ঐন্দ্রিলা শর্মা’কে।