Bankura Police: লক্ষ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করল পুলিশ

লক্ষ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়ায়।  অভিযান শেষে বাঁকুড়া জেলা পুলিশ জানাল এই তথ্য। গয়না উদ্ধারের পর সোনামুখী জুড়ে প্রবল চাঞ্চল্য। কারণ, কালীপুজার…

লক্ষ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়ায়।  অভিযান শেষে বাঁকুড়া জেলা পুলিশ জানাল এই তথ্য।

গয়না উদ্ধারের পর সোনামুখী জুড়ে প্রবল চাঞ্চল্য। কারণ, কালীপুজার ঠিক পর পর সোনামুখীতে একই রাতে তিনটি কালীমূর্তি থেকে গয়নাগুলি চুরি হয়েছিল। এর পর সোনামুখী জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়ায়। চাপের মুখে পড়ে বাঁকুড়া জেলা পুলিশ

   

একই রাতে পরপর কালীমূর্তির গয়না লোপাট

  • কালীপুজোর ঠিক পর সোনামুখী শহরের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি হয়েছিল।
  • সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায় চ্যাটার্জি পরিবারের চামুন্ডা কালী মন্দিরে আনুমনিক ১২ লক্ষ টাকার গয়না চুরি হয়।
  • শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় চৌধুরী পরিবারের পাঁচশ বছরের কালী মন্দির থেকে আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোওয়া যায়।

তদন্তে নামে বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কালীপুজোর পরের দিন রাতে সোনামুখী শহরের বুকে অবস্থিত তিনটি কালী মন্দির থেকে একই রাতে কালী প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপার গহনাগুলি চুরি হয়ে যায়। দায়ের করা হয় তিনটি পৃথক মামলা।

জেলা পুলিশ জানিয়েছে  তদন্তে অগ্রগতির জন্য কোন কিছু বাদ রাখা হয়নি। গঠন করা হয় একটি বিশেষ তদন্তকারী দল।

জেলা পুলিশ জানিয়েছে অবশেষে গ্রেফতার করা হয়েছে মোট চার জনকে। উদ্ধার করা হয়েছে কালী মূর্তির চুরি হয়ে যাওয়া গয়নাগুলি। উদ্ধার করা গয়নার বাজারমূল্য কমপক্ষে ১২ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে।