News Desk: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে দুটি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন বিজেপি ভাইরাসকে দুটি ডোজের টিকা দিতে হবে প্রথম ডোজ আসন্ন আগরতলা পুরনিগম ভোটে ও দ্বিতীয় ডোজ আগামী বিধানসভা ভোটে।
টিএমসি ত্রিপুরা প্রদেশের একাংশ নেতার অভিযোগ, জনসভায় হাওয়া গরম ভাষণ তো দিয়েছেন অভিষেক কিন্তু প্রথম ডোজের জন্য প্রার্থী খুঁজতেই হিমশিম খাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক নেতার খেদোক্তি, এভাবে ঘেঁটে না দিলেই পারতেন তিনি।
আগরতলা পুরনিগম নির্বাচনের প্রচারে রাজ্যের শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএমের মধ্যে মূল লড়াই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। নির্বাচন ঘোষণা হতেই শাসকপক্ষকে চমকে দিয়ে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে। সিপিআইএম ত্রিপুরার রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, সরকারের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ হতে চলেছে ভোটে।
বিরোধী দলের প্রচার শুরু হতেই ‘গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে’ শাসক বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে এর পরেই আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীদের নিয়ে গলদঘর্ম পরিস্থিতি। অভিযোগ, এরই মাঝে বেশ কয়েকজন প্রার্থী ও আরএসএস নেতা আক্রান্ত হয়েছেন। প্রতিক্ষেত্রেই এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের কথা।
শাসক ও বিরোধীদের পুরনিগম ভোট যুদ্ধের মাঝে দেখা নেই কংগ্রেসের। তবে কংগ্রেস প্রার্থী বাছাই করছে বলেই জানান প্রদেশ নেতারা।
<
p style=”text-align: justify;”>তবে সব নজর আটকেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হচ্ছেন তার উপরেই। টিএমসির দাবি সাময়িক কিছু সমস্যা আছে। ত্রিপুরায় এবার সরাসরি প্রখমবার ভোটে নামছে দল। শাসকদল বিজেপি থেকে ক্রমাগত সমর্থক ও নেতারা ভেঙে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। দ্রুত প্রার্থীদের নাম জানানো হবে। কিন্তু কবে বের হবে সেই তালিকা? টিএমসি ত্রিুপুরা নেতারা বলছেন, সবই জানেন কলকাতার লোকেরা!