Malaika Arora: প্যান্ট ছাড়াই রাস্তায় বার হলেই মালাইকা, ভাইরাল ভিডিও

মালাইকা (Malaika Arora) মানেই নতুন নতুন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু মাঝে মধ্যে তিনি এমন সব পোশাক পরেন যে চোখ কপালে ওঠে সবার। এই সময় সম্প্রতি প্যান্ট…

malaika-arora

মালাইকা (Malaika Arora) মানেই নতুন নতুন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু মাঝে মধ্যে তিনি এমন সব পোশাক পরেন যে চোখ কপালে ওঠে সবার। এই সময় সম্প্রতি প্যান্ট ছাড়াই নিজেরে রেডি করে রাস্তায় বেড়িয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো এবং ছবি পোস্ট হওয়ার পরেই ব্যঙ্গ বিদ্রূপ করতে হাজির কয়েক জন। নায়িকার সাজগোজকে কটাক্ষ করে কেউ কেউ লিখলেন, ‘প্যান্ট পরতে ভুলে গিয়েছেন নাকি?’ কারও বা আবার তাঁর দাদুর সোয়েটারের কথা মনে পড়ে গেল। কেউ ঠাট্টা করে প্রশ্ন করলেন, ‘মালাইকার ঠান্ডা লাগে না?’

Advertisements

malaika-arora

   

কলার তোলা ঢিলেঢালা সাদা শার্ট। তার উপরে ঘিয়ে রঙা সোয়েটার। সেটিও তাঁর শরীরের তুলনায় বেশ খানিকটা বড়। মুখে মাস্ক। এই ছিল মালাইকা অরোরার বৃহস্পতিবারের সাজ। আসলে পোশাক দেখে চরিত্র বিচারের বিরুদ্ধে কথা বলেন বহু তারকা। কিন্তু মালাইকা সেই প্রতিবাদকে রাস্তায় নামিয়েছেন। নিজের পছন্দের মতো পোশাক পরতে ভালবাসেন ‘ছাইয়া ছাইয়া’-খ্যাত নায়িকা। লোকের কটূক্তি, কুমন্তব্য, অশ্লীল কথাবার্তা ক্রমাগত তাঁর দিকে ধেয়ে এলেও তিনি নিজেকে আটকান না কোনও দিন।এর আগেও ব্রা ছাড়া পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। তা নিয়ে তোলপাড় হয় নেটমাধ্যম। কিন্তু তিনি নির্ভীক। তার প্রমাণ আবারও দিলেন মালাইকা।