অফস্ক্রিন থেকে অনস্ক্রিনে অঙ্কুশ-ঐন্দ্রিলা, আসছে নতুন চমক, জানালেন অভিনেতা

অঙ্কুশ-ঐন্দ্রিলার অফস্ক্রিন প্রেম সকলের জানা। তাঁরা দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছে। কিন্তু অনস্ক্রিন প্রেম তাদের খুব কম দেখা যায়। কিন্তু এবার নিজের রিয়েল লাইফের ভালোবাসার সঙ্গেই অনস্ক্রিন প্রেমের গল্পে আসতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলা। এবার এই লাভ বার্ডস পাড়ি দিয়েছে বিদেশে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। সঙ্গে দিয়েছেন ক্যাপশন। যেখানে লেখা রয়েছে, ‘এতো দিন আপনারা দেখেছেন আমার ও ঐন্দ্রিলার অফস্ক্রিন কেমিস্ট্রি। কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। দীর্ঘ ২ মাস আমরা শুটিং এর কাজের জন্য বিদেশে ছিলাম। কিন্তু এবার ঘরে ফেরার পালা। যাই হোক খুব তাড়াতাড়ি সকলের জন্য ভালো খবর নিয়ে আসছি ‘।

Advertisements

অভিনেতার এই ক্যাপশনের পরই তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাহলে কি বিয়ের পিড়িতে বসবেন অঙ্কুশ ঐন্দ্রিলা। নাকি তাদের নতুন ছবির প্রমোশন। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন অভিনেতা তাতে দেখা গিয়েছে, অভিনেত্রী ঐন্দ্রিলা অঙ্কুশের কপালে কিস করছে।

Advertisements

সম্প্রতি অঙ্কুশের একটি পোস্টে তোলপাড় হয়েছিল নেটপাড়া। কারণ, পাগলপ্রেমীর মতো অভিনেতার করুণ আর্জি- পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই। প্রেমিকা ঐন্দ্রিলার সেনের জন্য তাঁর মনখারাপ। অভিনেত্রী নাকি একেবারে বদলে গিয়েছেন। তাই পুরনো প্রেমিকাকে ফেরত চাইছেন অঙ্কুশ। কারণ অভিনেত্রী তাঁর হেভি ওয়েট থেকে বর্তমানে স্লিম ফিগারে চলে এসেছে। আর তাই অভিনেতার এই আর্জি।