Shehnaaz Gill: ভাইজান একা নন শেহনাজে মজে বলিউডের এই পরিচালকও

ভাইজানের মন জিতেছেন শেহনাজ (Shehnaaz Gill)। নিন্দুকেরা বলছেন, সলমনের নাকি মন মজেছে পাঞ্জবী কুরি শেহনাজে। তাই মোটা অঙ্কের টাকায় শেহনাজকে বলিউডের এন্ট্রি দিচ্ছেন সুলতান। কিন্তু…

Shehnaaz Gill

short-samachar

ভাইজানের মন জিতেছেন শেহনাজ (Shehnaaz Gill)। নিন্দুকেরা বলছেন, সলমনের নাকি মন মজেছে পাঞ্জবী কুরি শেহনাজে। তাই মোটা অঙ্কের টাকায় শেহনাজকে বলিউডের এন্ট্রি দিচ্ছেন সুলতান। কিন্তু একা সল্লু মিঞা নন। এখন অনেকেই নিজের ছবির তুরুপের তাস হিসাবে শেহনাজকে চাইছেন।

   

বলিপাড়ার খবর, সলমনের ঘরনা ছাড়া অন্য ছবিতে কাজের সুযোগ পেয়েছেন শেহনাজ গিল। অনিল কন্যা রিয়া কাপুর প্রযোজিত ছবিতে থাকতে চলেছেন তিনি। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন অনিল কাপুর, ভূমি পেড়নেকরদের সঙ্গে। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে শ্যুটিং।

ছবির নাম এখনও পর্যন্ত জানা না গেলেও, এই ছবিতে শেহনাজ গিলকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাওয়া যাবে বলে খবর সূত্রের। ২০১৮ সালে মুক্তি পায় রিয়া কাপুর প্রযোজিত ছবি ‘ভির দি ওয়েডিং’। সেই ছবিতে নারী কেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। পাশাপাশি আধুনিক সম্পর্কও ছিল সেই ছবির মূল বিষয়। রিয়ার আগামী ছবিতেও বিষয় অনেকটা তেমনই থাকতে চলেছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের। অভিনেত্রীর ইতিমধ্যেই সেই ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। সলমন, শেহনাজ ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে পুজা হেগড়ে, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগমকে।

কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল । বর্তমানে তাঁর হাত ভর্তি কাজ। ছোট পর্দা দিয়ে জার্নি শুরু করলেও, বর্তমানে একের পর এক বড় পর্দার সুযোগ আসছে তাঁর কাছে। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হয়ে আসেন শেহনাজ। তারপর সিদ্ধার্থ শুক্লর সঙ্গে সম্পর্ক। এবং সিদ্ধার্থের প্রয়াণ। সবমিলিয়ে আরও বেশি লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী।