দেশে ফিরেই কেন হাসপাতালে ছুটলেন দেব?

কলকাতায় ফিরেই এক বেসরকারী হাসপাতালে দেখা গেল তারকা সাংসদ দেবকে (Dev) । বুধবার রাতে তাঁর বাবাকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন…

কলকাতায় ফিরেই এক বেসরকারী হাসপাতালে দেখা গেল তারকা সাংসদ দেবকে (Dev) । বুধবার রাতে তাঁর বাবাকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন দেব। মধ্যপ্রাচ্যের কোনও এক দেশে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়াতে।

বুধবার রাতে কালো শার্ট, নীল টুপি পরে কলকাতার একটি নামি বেসরকারী হাসপাতলে দেখা যায় দেবকে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী। শোনা যায় যে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতার বাবা। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। একটি নামী সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই অভিনেতার বাবার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ছিল অ্যাঞ্জিয়োগ্রামও। এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তাঁর বোন ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছেন তাঁরা। রিপোর্টের ভিত্তিতে হতে পারে অস্ত্রোপচার। দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ এর কর্ণধার দেবের বাবা গুরুপদ অধিযাকারী। দেবের রেস্তোরা চিপ চার্লি (পূর্বে টলি টেল্স) এর মালিক ও তিনি।

   

আরজি কর কাণ্ডের প্রভাবে স্থগিত ‘যমালয়ে জীবন্ত ভানু’র মুক্তি!

ইতিমধ্যেই বুধবার সকালে কলকাতা বিমানববন্দরে দেখা যায় সাংসদ-অভিনেতাকে। ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্যের কোনও এক দেশে বান্ধবী রুক্মিণী মৈত্রর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে শরীরচর্চা থেকে শুরু করে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। এর পরেই ব্যাপক সমালোচনার শিকার হন দেব। আরজি কর মেডিকাল কলেজের ঘটনা নিয়ে প্রতিবাদ করে পোস্ট কেন দিচ্ছেন না তিনি জানতে চান অনেক নেটিজেন।

প্রসঙ্গত, ১৪ অগাস্ট তাঁর ছবি ‘খাদান’ ছবির টিজার মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে দেন দেব। তাঁর পোস্ট করা বিবৃতিতে লেখা হয় , “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনায় আমরা শোকাহত এবং উদ্বিগ্ন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সিনেমা ‘খাদান’-এর টিজার লঞ্চ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই মুহূর্তে নিহত চিকিৎসক যেন বিচার পান এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিচারের মাধ্যমে অপরাধী শাস্তি পাক,এটাই আমাদের দাবি। নিহত চিকিৎসকের পরিবারে প্রতি গভীর সমবেদনা রইল। বিচারের এই লড়াইয়ে আমরা সবসময় তাঁদের পাশে রয়েছি।” এই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আসুন এই ঘটনায় আমরা সবাই প্রতিবাদে কন্ঠ মেলাই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেশের বাইরে থাকার কারণে গত রবিবার যখন শিল্পীদের প্রতিবাদ মিছিলে শামিল হতে পারেননি তারকা সাংসদ। স্বাধীনতা দিবসের দেশে উপস্থিত না থাকলেও, তাঁর সংসদীয় এলাকা, ঘাটালে চব্বিশ হাজার ছাড়া গাছ বিতরণ করেন তিনি। এইভাবেই তাঁর নির্বাচন প্রচারের প্রতিশ্রুতি পূরণ করেন অভিনেতা। স্বাধীনতা দিবসের দিন পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয় ঘাটালে। নিজের সোশাল মিডিয়াতে ছবি পোস্ট করে সেদিন দেব লিখেছিলেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে, আমরা গত সন্ধ্যায় ঘাটালে ৫০০০টি গাছ রোপণ করেছি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাঁদের বাড়িতে এবং আশেপাশে লাগানোর জন্য ২৪,০০০টি চারা বিতরণ করেছি। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘সবুজ ঘাটাল’ এর দিকে এগোচ্ছি আমরা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেবের বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনায় করেছেন অভিনেতার অনুরাগীরা।