HomeEntertainmentগীতা সেনের পর, কোন বিখ্যাত ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করতে চান মনামী?

গীতা সেনের পর, কোন বিখ্যাত ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করতে চান মনামী?

- Advertisement -

 সম্প্রতি মুক্তি-প্রাপ্ত পদাতিক ছবির টিজারে নজর করেছেন মনামী ঘোষ (Monami Ghosh) । ছবিতে মৃনাল সেনের স্ত্রী, গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ১৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবি মুক্তির আগে একটি সাক্ষাৎকারে আরও এক বিখ্যাত ব্যক্তিত্বের বায়োপিকে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করলেন তিনি।

তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট করেছেন মনামী। সেখানে তিনি ছবির শুটিং থেকে কিছু মুহূর্ত শেয়ার করেছেন। তাঁর পোস্ট করা ছবিগুলিতে রয়েছে তাঁর এবং চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ সেটে তোলা একটি ছবি। এছাড়াও রয়েছে ‘পদাতিক’ ছবির সেটে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবি। ছবিতে অভিনয় করা কালীন তাঁর মেকাপের দুটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

   

পোস্টে মনামী লিখেছেন, যে এখন তিনি বাছাই করে ছবি করছেন কারণ তিনি এমন কিছু ছবিতে অভিনয় করতে চান যার থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চান যা তিনি চিরজীবন মনে রাখতে পারবেন। দর্শকের তাঁর অভিনয় দেখে এমনটাই মনে হয়ে, চেয়েছেন মনামী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

মনামী তাঁর দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি বর্তমানে খুব বাছাই করে কাজ করছেন। তবে অভিনয় করার বাছাই করা চরিত্রে নিজেকে উজাড় করে দিচ্ছেন।

মনামী সাক্ষাৎকারে জানিয়েছেন যে সেই সব ছবিতেই তিনি অভিনয় করতে চান যাতে অভিনয় করার পর বাড়ি ফিরে তাঁর মনে হয়ে একজন অভিনেত্রী হিসেবে তিনি দর্শকদের কিছু দিতে পেরেছেন এবং তাঁর নিজেরও জীবনে একটি অন্যরকম অভিজ্ঞতা হয়। মনামী জানিয়েছেন যে তাঁর অভিনীত চরিত্র গীতা সেন সম্পর্কে খুব অল্পই তথ্য পাওয়া যায়। মৃনাল সেনের একটি পুরোনো সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্য এবং তাঁর অভিনীত চরিত্রগুলির ওপর ভিত্তি করেই এই চরিত্র ফুটিয়ে চলেছেন মনামী।

মনামীর কাছে তিনি আর কোনও বিখ্যাত ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করতে চান কিনা জানতে চাওয়া হলে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন। হঠাৎ কেন এই ইচ্ছে মনামীর? মনামী জানিয়েছেন যে তিনি রাজনীতির লোক নন, এবং তিনি রাজনীতি পছন্দও করেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের নানান রকম মাত্রা রয়েছে যেগুলির কারণে দুর্দান্ত অভিনয়ের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া মনামী জানিয়েছেন যে একদিন তিনি সেটে গিয়েছিলেন। সেদিন তাঁর অভিব্যক্তি দেখে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে ভাল মানাবে বলে মন্তব্য করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরতে আগ্রহী অভিনেত্রী। আদৌ কী আসবে সুযোগ। উত্তরের অপেক্ষায় মনামীর অনুরাগীরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular