Koyel Mullick:মেদ ঝরাতে গিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রী কোয়েলের

 কথায় আছে,”শরীরের নাম মহাশয়, যা শয়য়াবে তাই সয়”। সবেমাত্র কিছুদিন হয়েছে সমগ্র বাঙালি জাতির বড় উৎসব দুর্গোৎসব(Durga Puja) পালিত হয়েছে এই মাসে। শহরের নামিদামি বড়…

Koyel Mullick:মেদ ঝরাতে গিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রী কোয়েলের

 কথায় আছে,”শরীরের নাম মহাশয়, যা শয়য়াবে তাই সয়”। সবেমাত্র কিছুদিন হয়েছে সমগ্র বাঙালি জাতির বড় উৎসব দুর্গোৎসব(Durga Puja) পালিত হয়েছে এই মাসে। শহরের নামিদামি বড় পূজা থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো সব পুজোই ছিল মানুষের ঢল। আর যা ছাড়া প্রত্যেক বাঙালির যেকোনো পূজোই অসম্পূর্ণ তা হল খাওয়া দাওয়া। আর যেকোনো উৎসবের(festive season) সময় সাধারণ মানুষ থেকে শুরু করে বড়ো তারকরা সকলেই খাবার খান বাঁধন ছাড়া। কিন্তু, উৎসব শেষে রোজকার খাদ্যাভাসে(diet) ফেরা হয়ে ওঠে বেশ কষ্টকর। বর্তমানে তেমনি এক অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে নিজের শরীর চর্চা করতে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koyel Mullick) দেখতে পাওয়া যাচ্ছে রোজকার শরীরচর্চা থেকে আরো দ্বিগুণ শরীর চর্চা করতে।

https://instagram.com/stories/yourkoel/2952341691427954015?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=

Advertisements

 অভিনেত্রীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর স্টোরিতে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে শরীরচর্চা করতে। আর অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ” এটা সেই সময় যখন তুমি নিজের মেদ ঝরাবে, যখন পুজোয় খাওয়া গান্ডেপিন্ডে সমস্ত লুচির ফ্যাট সানন্দে ভেতরে ঢুকে গেছে।” এই ক্যাপশানের দ্বারা বোঝা যাচ্ছে অভিনেত্রী কতটা সাবলীলভাবে তার দর্শকদের সামনে নিজের শরীর সমন্ধে অকপটে বলছেন।