নতুন চমক নিয়ে আবার জুটি বাঁধছেন রচনা-প্রসেনজিৎ

Rachna Banerjee and Prosenjit Chatterjee

প্রায় ১১ বছর পর একসঙ্গে ছোটপর্দায় দেখা যাবে রচনা ব্যানার্জি (Rachna Banerjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বাংলা সিনেমার অন্যতম হিট জুটি রচনা-প্রসেনজিৎ আবার একসঙ্গে। সোমবার জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে বিকেলে লাইভে আসে একসঙ্গে এই কথা জানালেন প্রসেনজিৎ ও রচনা। আগামী ১৭ জুন বাবা মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বহু চর্চিত সিনেমা ‘আয় খুকু আয়’।

যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবি মুক্তির আগে তারই প্রোমোশনে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তার শুটিং আজ হয়ে গিয়েছে। আর এই এপিসোডটি টেলিকাস্ট হবে ১৪ জুন। আর সেখানেই দেখা মিলবে ‘আয় খুকু আয়’ টিমের।তবে শুধু প্রোমোশন নেই, দীর্ঘদিনের বন্ধুত্বের উদযাপনও যে চলছে কাজের ফাঁকে সেকথা নিজেই জানালেন রচনা‌।

   

একইসঙ্গে এদিনের লাইভে এসে রচনা জানান, এই পর্বে থাকবে বিশেষ চমক। এবার কি সেই চমক তার অপেক্ষায় রয়েছে দর্শকেরা। পাশাপাশি এদিনের লাইভ থেকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একই সঙ্গে তারা কাজ করেছেন। দীর্ঘ ৩৫ টি হিট ছবির বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন তারা। পাশাপাশি, নিজের নতুন ছবি নিও কিছুটা আবেগ দরদী হয়ে পড়েন প্রসেনজিৎ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন