Gurmeet Choudhary • Debina Bonnerjee: ১১ বছর পর রাম-সীতার ঘরে এল খুশির খবর

Gurmeet Choudhary-Debina Bonnerjee

মুম্বই: প্রেম যা পেয়েছে ভালবাসার নীড়। এখন সেই ভালবাসায় লাগতে চলেছে আদরের স্পর্শ। মা হতে চলেছেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। খুশির এই খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন উড-বি-ফাদার গুরমিত চৌধারি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী-স্ত্রী দুজনের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন অভিনেতা।

Advertisements

ছবিতে কালো পোশাকে রংমিলান্তিতে মেতে উঠেছেন দুই তারকা। বঙ্গতনয়ার শরীরে আগাম মাতৃত্বের আভাস স্পষ্ট। গুরমিত এই ছবির সঙ্গে লিখেছেন, ‘তিন হতে চলেছি আমরা। জুনিয়ার চৌধারি আসতে চলেছে। আপনাদের আশীর্বাদ চাই।’

   

https://www.instagram.com/p/CZvotvjJGDH/?utm_source=ig_web_copy_link

Advertisements

ছোট পর্দায় রাম ও সীতার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা শিখরে উঠেছিল এই জুটি। এই সেট থেকেই শুরু হয় প্রেম। তারপর বিয়ে। আর এখন তাঁদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। প্রায় এগারো বছরের সংসারের পর দু’জন থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি। নতুন অভিথির আসার খবরে বেজায় খুশি টিনসেলবাসী। একে একে শুভেচ্ছা বার্তায় ভরছে কমেন্ট বক্স।‌ এদিকে টেলিতারকা অর্জুন বিজলানি, সায়ন্তনী ঘোষ, গওহর খান, যুবিকা চৌধারি, হর্ষ লিম্বাচিয়া প্রমুখ ছোট্ট সদস্যের জন্মের আগেই উচ্ছ্বসিত।