শনিবার ছিল বাংলা সিরিয়ালের বহু চর্চিত জুটির গ্র্যান্ড রিসেপশন। সেই রিসেপশনে উপস্থিত ছিল টিম মিঠাই। তবে সবাই উপস্থিত থাকলেও দেখা যায়নি সৌমিতৃষা কুণ্ডুকে। তবে বাকিদের এলাহী মেজাজে দেখা গিয়েছে। অভিনেত্রী অনন্যা গুহের সমাজমাধ্যমে আপলোড করেছেন সেই হাসি মুখের ছবি। এদিন দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোড লাগায়ো প্রিন্সটন ক্লাবে বসছে আদৃত-কৌশাম্বির রিসেপশন। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে অতিথিদের আসার পালা। বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েন উচ্ছেবাবু এবং দিদিয়া। ধুমধাম করে কাছের মানুষ এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
বিয়েতে ছিল সাবেকি বাঙালি সাজ। তবে রিসেপশনে খানিক অন্য ভাবে সেজে উঠলেন নবদম্পতি। সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগালেন নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি। তাঁদের বিসেপশানে হাজির ছিল বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অনেকে। সঙ্গে ছিল এলাহী খাবার আয়োজন।
শুক্রবার বিয়ের ছবি প্রথম পোস্ট করেন আদৃত। বউকে চ্যাংদোলা করে তুলে রয়েছেন উচ্ছেবাবু। ক্যাপশনে লেখেন, ‘আপনাদর আর্শীবাদের জন্য ধন্যবাদ’। মিনিট খানেক পরে বিয়ের আসরের অপর দুই ছবি পোস্ট করে মিসেস রায় লেখেন, ‘অন্তহীনের পথে যাত্রা শুরু হল…’।