বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি (Aditya Pancholi) প্রায়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। সেলিব্রিটিরা বা সাধারণ মানুষ, সকলের সঙ্গেই তার কোনো না কোনো কারণে ঝগড়া হয়ে থাকে। সম্প্রতি তার বিরুদ্ধে ২০ বছরের পুরনো একটি মামলার রায় এসেছে। ২০০৫ সালে পাঞ্চোলি তার এক প্রতিবেশীর সঙ্গে পার্কিংয়ের কারণে ঝগড়ায় জড়িয়ে পড়েন। সেই ঝগড়ায় প্রতিবেশীকে মারধর করেন, যার ফলে প্রতিবেশীর নাক ভেঙে যায়। এই ঘটনা আদালত পর্যন্ত গড়িয়ে যায়। দীর্ঘ শুনানির পর ২০১৬ সালে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঞ্চোলিকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে পাঞ্চোলি (Aditya Pancholi) উচ্চ আদালতের দ্বারস্থ হন। প্রায় আট বছর ধরে চলা এই মামলার অবশেষে মুম্বাই সেশন কোর্টে (Mumbai court) তার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। আদালত পাঞ্চোলিকে দোষী সাব্যস্ত করেছে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া সাজা বহাল রেখেছে। তবে তার ভালো আচরণ বিবেচনা করে আদালত তাকে সাজা থেকে অব্যাহতি দিয়ে বন্ডে মুক্তির আদেশ দিয়েছে।
এছাড়াও, আদালত (Mumbai court) ৫৯ বছর বয়সী অভিনেতাকে ভুক্তভোগী প্রতীক পাশাইনকে ১.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এটি তার পক্ষে অপরাধীদের জন্য প্রণীত প্রবেশন অফ অফেন্ডারস আইনের সুবিধা নিতে সহায়ক হবে।
এই মামলা ২০০৫ সালের আগস্ট মাসে ঘটে। সেই সময়ে পাঞ্চোলি (Aditya Pancholi) তার প্রতিবেশী প্রতীক পাশাইনের পার্কিং স্পেস নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। পাঞ্চোলি তার গাড়ি পার্ক করতে গিয়ে দেখেন প্রতিবেশীর গাড়ি তার স্পেসে দাঁড়িয়ে রয়েছে। এরপর উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়,পাঞ্চোলি তার প্রতিবেশীকে আক্রমণ করেন। এ ঘটনার পর পাশাইন ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন।