Adipurush: মুক্তি পেল প্রভাসের ‘আদিপুরুষ’, কেমন হল 1st Day 1st Show?

Adipurush

বহু বিতর্কের পর অবশেষে আজ শুক্রবার মুক্তি পেল ‘আদিপুরুষ।’ একাধিকবার পিছিয়ে যায় ‘আদিপুরুষ’ (Adipurush)। ছবিতে অভিনেতা প্রভাসকে ভগবান শ্রী রামের চরিত্রে দেখা যাবে।

জানা যাচ্ছে ভোর ৪টের মধ্যে সকালের শো-এর সমস্ত টিকিট বিক্রী হয়ে যায় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সিনেমা হলগুলিতে। আস প্রভাসের অনুরাগীদের কাছে যেন এক উৎসবের দিন। শ্রীরামচন্দ্রের চরিত্রে প্রভাসকে দেখতে উৎসাহী তার ভক্তকূল।

   

আজ প্রথম শো শেষ হওয়ার পর থেকেই টুইটার ভরে গেছে সিনেমা-পাগল নেটাগরিকদের রিভিউতে। প্রাই সকলেরই একমত যে এটা প্রভাসের ‘কামব্যাক’। ছবি সম্পর্কে বলা হচ্ছে ‘আদিপুরুষ’ হচ্ছে ‘রামায়ণকে আধুনিক রূপে নতুন করে বলা’। ‘আদিপুরুষ’-এর 1st Day 1st Show দেখার পর প্রায় সকলেই প্রশংসা করেছেন। অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে।

‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। ছবিটি ২ডি এবং ৩ডি তে মুক্তি পেয়েছে। তেলেগু, হিন্দী, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে প্রভাসের আদিপুরুষ। ছবিটি দেখার পর অনেকেই বলছেন এই ধরণের ছবিকে কখনই বিচার করা উচিৎ না। বরং অনুভব করতে হবে ‘আদিপুরুষের’ মতন ছবিকে।

আদিপুরুষ বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে একটি পৌরাণিক কাহিনী। ছবিতে রয়েছে শ্রী রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এছাড়াও পার্শ্বচরিত্রে দেখা যাবে সানি সিং এবং দেবদত্তা নাগকে।

আদিপুরুষ সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। ৫০০ কোটির বাজেটে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। গত দু বছরের বহু বিতর্ক এবং বারবার পিছিয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ছবিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন