Adipurush: নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ‘আদিপুরুষ’ সংলাপ লেখক

নেট মাধ্যমে ছেয়ে গিয়েছে আদিপুরুষ ছবিকে নিয়ে মিম এবং ছবির সংলাপ-ভিএফএক্স নিয়ে একাধিক বিতর্ক। সিনেপ্রেমীদের মন জয় করতে পারেনি ওম রাউত, প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ।‘ আদিপুরুষের সংলাপ…

নেট মাধ্যমে ছেয়ে গিয়েছে আদিপুরুষ ছবিকে নিয়ে মিম এবং ছবির সংলাপ-ভিএফএক্স নিয়ে একাধিক বিতর্ক। সিনেপ্রেমীদের মন জয় করতে পারেনি ওম রাউত, প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ।‘ আদিপুরুষের সংলাপ লিখেছেন মনোজ মুস্তাশির শুক্লা। সব থেকে বেশি সমালোচিত হচ্ছেন ইনি। রামায়ণকে বিকৃত এবং অসম্মান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এত সমালোচনার মধ্যে প্রাণ সংসয়ের আশঙ্কা করে মুম্বই নগরীতে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মনোজ মুস্তাশির শুক্লা।

১৮ জুন মনোজ মুস্তাশির শুক্লা জানান যে অনুরাগীদের কথা মাথায় রেখে ছবির কয়েকটি সংলাপ বদলে দেওয়া হবে, মূলত যে সংলাপগুলি বিতর্কের সৃষ্টি করেছে। বিতর্কিত সংলাপের জন্য সাংঘাতিকভাবে সমলোচিত হচ্ছেন তিনি। এরপরই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন। আদিপুরুষ নিয়ে বিতর্ক শুরু হতেই তিনি মনে করছেন তার জীবনের ঝুঁকি রয়েছে।

‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। ছবিটি ২ডি এবং ৩ডি তে মুক্তি পেয়েছে গত শুক্রবার। তেলেগু, হিন্দী, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে প্রভাসের আদিপুরুষ।

আদিপুরুষ বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে একটি পৌরাণিক কাহিনী। ছবিতে রয়েছে শ্রী রামের চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এছাড়াও পার্শ্বচরিত্রে দেখা যাবে সানি সিং এবং দেবদত্তা নাগকে।

আদিপুরুষ সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। ৫০০ কোটির বাজেটে তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। গত দু বছরের বহু বিতর্ক এবং বারবার পিছিয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ছবিকে।

তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির। ছবি মুক্তির আগে থেকে মুক্তির পর অবধি, বিতর্কের শেষ নেই। নেপালের ভূমিকন্যা সীতা এবং তাঁর জন্মসূত্রের ইতিহাসকে ভারতীয় সিনেমায় বিকৃত করার অভিযোগে নেপালে নিষিদ্ধ আদিপুরুষ। উল্লেখ্য রামায়ণে বর্নিত সীতার জন্মস্থল জনকপুর নেপালের অন্তর্গত।