‘ফুটপ্রিন্টস অন ওয়াটার’-এর জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত আদিল হুসেন

পরিবার যখন অর্থনৈতিক টানাপড়েনে ধংসের পথে, তখন শক্ত হাতে হাল টেনে ধরলেন যিনি তার নাম হল ‘বাবা।’ সেই ‘বাবা’র চরিত্র অসামান্য অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার…

‘ফুটপ্রিন্টস অন ওয়াটার’-এর জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত আদিল হুসেন

পরিবার যখন অর্থনৈতিক টানাপড়েনে ধংসের পথে, তখন শক্ত হাতে হাল টেনে ধরলেন যিনি তার নাম হল ‘বাবা।’ সেই ‘বাবা’র চরিত্র অসামান্য অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার জন্য ‘সেরা অভিনেতার’ শিরোপা পেলেন এবং পুরস্কৃত হলেন অভিনেতা আদিল হুসেন (Adil Hussain)। পুরস্কার পেলেন (Nathalia Syam) নাথালিয়া শ্যামের ‘ফুটপ্রিন্টস অন ওয়াটার’ (Footprints on Water) ছবির জন্য। এবং এটাই গল্পের প্রেক্ষাপট।

ওট্টাওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ (Ottawa Indian Film Festival)- এ সেরা অভিনেতা আদিল হুসেন। এনসিডি-র প্রাক্তনী, আদিল ছোট থেকেই অসমীয়া লোক সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত। এই থেকেই জন্মায় তাঁর অভিনয়ের প্রতি ভালোবাসা। তারপর এর হাত ধরেই সোজা বিনোদন জগতে।

   

নাথালিয়া শ্যামের পরিচালনায় ‘ফুটপ্রিন্টস অন ওয়াটার’ একটি থ্রিলার ছবি। যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী এক বাবার পুলিশের চোখে ধুলো দিয়ে নিখোঁজ মেয়েকে খোঁজা নিয়েই এই ছবের গল্প বা প্রেক্ষাপট। ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, নিমিশা সাজায়ান, অ্যান্টোনিও আকিল, প্রমূখ।

Advertisements

জাতীয়-পুরস্কার প্রাপ্ত অভিনেতা আদিল হুসেন এর আগে ইন্ডো-গার্মান ফিল্ম উইক ২০২৩ (Indo-German Film Week 2023) –এ ‘ফুটপ্রিন্টস অন ওয়াটার’ এবং ‘ম্যাক্স মিন মিওজ়াকি’ – ছবি দুটির জন্য দুটো আন্তর্যাতিক পুরস্কার পেয়েছেন।

প্রতিভাশালী অভিনেতা আদিলের ঝুলিতে রয়েছে ‘দ্য রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট’ এবং ‘লাইফ অফ পাই’এর মতন বিখ্যাত ছবি। ২০১৭ সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস-এ ‘হটেল স্যালভেশন’ এবং ‘মাজ রাতি কেটেকী’ –র জন্যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস (স্পেশাল জুরি)-র পুরস্কার পান।