Tanuja: আইসিইউতে প্রবীণ অভিনেত্রী তনুজা, মুখার্জি পরিবারে উদ্বেগ

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা (Tanuja)। অভিনয় প্রতিভায় ১৩ থেকে ৮৩- এর মন জয় করে নিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তনুজা। সঙ্গে সঙ্গে তাকে…

Tanuja

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা (Tanuja)। অভিনয় প্রতিভায় ১৩ থেকে ৮৩- এর মন জয় করে নিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তনুজা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জুহুর একটি বেসরকারি হাসপাতালে। এই বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা।

রবিবার সন্ধ্যায় আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তনুজাকে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষনে রেখেছেন। জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সংকটজনক কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

হিন্দি ও বাংলা সিনেমায় একটেচিয়া রাজত্ব ছিল তনুজার। ১৯৫০-এ হামারি বেটি ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতখড়ি তনুজার। শিশুশিল্পী হিসাবে রূপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ। সেই ছবিতে তনুজার সঙ্গে ছিলেন তার দিদি নতূন। এরপর ১৯৬০ সালে মা শোভনার পরিচালনায় ছাবিলি ছবিতি অভিনয় করেন তনুজা। কেরিয়ারের শুরু থেকেই তনুজার সাবলীল অভিনয় দর্শকের মন জয় করেছিল। হিন্দি ও বাংলা ছবিতে সমান্তরালভাবে কাজ করে যান তিনি। চলচ্চিত্র জগতের অনেক পুরস্কারও এসেছে তার ঝুলিতে।

তনুজা অভিনীত হাতি মেরে সাথী, জিনে কি রাহ, ফির ভি আয়েঙ্গি-র মতো একাধিক হিট ছবি যুগে যুগে সমাদৃত দর্শকের কাছে। বাংলা ছবির ইতিহাসেও উজ্জ্বল নক্ষত্র তনুজা। দেওয়া নেওয়া, অ্যান্টনি ফিরিঙ্গি, তিন ভুবনের পাড়ে, রাজকুমারীর মতো কালজয়ী ছবি রয়েছে এই বর্ষীয়ান অভিনেত্রীর ঝুলিতে।

অভিনেত্রীর শারিরীক অবস্থার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হয় কন্যা কাজল এবং তার জামাই অজয় দেবগণ। ছোট কন্যা তানিশাও মায়ের স্বাস্থ্যের কথা ভেবে বেশ চিন্তিত। তবে প্রাথমিক চিকিৎসার পরেই বিপদ অনেকটা কাটিয়ে উঠেছেন তনুজা, জানায় চিকিৎসকরা।