অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তা তিনি আজ হয়ে গেছেন। টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা (Sonamani Saha)। বাংলা টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দিনে দিনে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনামণি।
এই মুহূর্তে তাকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ‘একাদক্কা’ ধারাবাহিকে, অভিনেতা সপ্তর্ষি মৌলিক এর বিপরীতে। তবে তার অভিনয় জগত শুরু স্টার জলসার আরো একটি ধারাবাহিক ‘দেবী চৌধুরানী’ থেকে। তারপরে জনপ্রিয় ধারাবাহিক ‘ মোহর ‘- এ তিনি প্রতীক সেনের বিপরীতে অভিনয় করেন।
তবে এবার তাকে দেখা যাবে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন যে তার অনেক ছোটবেলার স্বপ্ন ছিল নিজেকে দেবী দুর্গার সাজে দেখার। সেটা আজ পূরণ হতে চলেছে।