সোনামণি সাহার প্রথম বড় পর্দায় কাজেই বাঁধা! কি বললেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। খুব শীঘ্রই পা দিতে চলেছেন বড় পর্দায়। পরিচালক রানা সরকারের ছবি “বেহায়া” তে । Advertisements অভিনেতা প্রতীক…

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। খুব শীঘ্রই পা দিতে চলেছেন বড় পর্দায়। পরিচালক রানা সরকারের ছবি “বেহায়া” তে ।

Advertisements

অভিনেতা প্রতীক সেনের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন এমনটাই শোনা গেছিল। তবে এখন হঠাৎই টলি পড়ায় শোনা যাচ্ছে সেই ছবি বন্ধের কথা। জানা যাচ্ছে যে পরিচালক রানা সরকারের বিরুদ্ধে ভেন্ডার অসোসিয়েশন বলেছে পরিচালকের অনেক টাকা বকেয়া রয়েছে যার জন্য তারা শুটিংয়ের সামগ্রী দেবেন না।

Advertisements

তবে এই নিয়ে পরিচালক জানিয়েছেন যে তিনি পূজার পর থেকেই এই ছবির শুটিং শুরু করবেন। এছাড়া এই নিয়ে অভিনেত্রীর মনে ঠিক এর কতটা প্রভাব পড়ছে! সেই নিয়ে এক সংবাদমাধ্যমের কথায় হলে অভিনেত্রী বলেন, ,“না আমার মনে তেমন কোনও প্রভাব ফেলেনি। কোনও বড় কাজ শুরু হওয়ার আগে এমন নানা ধরনের সমস্যা হতে পারে। কিন্তু তার জন্য আমি কোনও ভাবেই ভেঙে পড়িনি। প্রতীকের সঙ্গেও আলোচনা হয়েছে। আমি জানি এই কাজ বন্ধ হবে না, নিশ্চয়ই শ্যুটিং শুরু হবে।”

তবে এবার শুধু দেখার সোনামনির বড়পর্দায় পা দেওয়ার স্বপ্ন কত তাড়াতাড়ি পূর্ণ হচ্ছে! তার ছবির শুটিং ঠিক কবে থেকে শুরু হচ্ছে!