Sohini Sarkar: প্রথা ভেঙে রীতিমতো খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াল সোহিনী

খোলামেলা পোশাকে ফটোশ্যুট করতে খুব বেশি দেখা যায়না অভিনেত্রী সোহিনী সরকারকে (Sohini Sarkar)। বেশিরভাগ ফটোশ্যুটেই নায়িকাকে দেখা যায় এথনিক পোশাকে।তাতেও সোহিনীর বোল্ডনেস ঠিকরে বেরোয়।অভিনেত্রীর এক…

Actress Sohini Sarkar

খোলামেলা পোশাকে ফটোশ্যুট করতে খুব বেশি দেখা যায়না অভিনেত্রী সোহিনী সরকারকে (Sohini Sarkar)। বেশিরভাগ ফটোশ্যুটেই নায়িকাকে দেখা যায় এথনিক পোশাকে।তাতেও সোহিনীর বোল্ডনেস ঠিকরে বেরোয়।অভিনেত্রীর এক একটি সোশ্যাল পোস্ট পুরুষ মনে শিহরণ যোগায়।যদিও শুধু ফটোশ্যুটের জন্য নয়,তিনি তার বিশেষ বন্ধু রণজয় বিষ্ণুর সঙ্গে শ্যুটিং থেকে ছুটি পেলেই দুরদুরান্তে পাড়ি দেন।

Advertisements

অভিনেত্রী কোথায় যাচ্ছেন,কি খাচ্ছেন,রণজয়ের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন কিনা সে সব নিয়ে ভক্তদের কৌতুলের শেষ নেই।তবে এবার আর বেড়াতে যাওয়ার ছবি নয়,নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী।সম্প্রতি সোহিনীর পোস্ট করা একটি ছবি ভাইরাল হয়েছে।ছবিতে নায়িকাকে দেখা যাচ্ছে এলো চুলে খোলা পিঠে।ঠোঁটের ফাঁকে রয়েছে আঙুল।চোখে একরাশ দুষ্টুমি।লাল লিপস্টিকের ফাঁকে সোহিনীর লাজুক হাসি নেশা ধরিয়েছে পুরুষদের চোখে।কোনও ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেছেন সোহিনী।

   

Actress Sohini Sarkar

<

p style=”text-align: justify;”>শুধু হ্যাশট্যাগে কিছু শব্দ ব্যবহার করেছেন তিনি। নায়িকার এই রূপের আগুনে পুড়ে করেছেন অনেকেই।কেরিয়ারের শুরু থেকে ক্যামেরার সামনে স্বচ্ছন্দ সোহিনী।সিনেমা-সিরিজের পাশাপাশি মঞ্চেও দাপিয়ে অভিনয় করছেন।অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।ব্যোমকেশ ছাড়াও সোহিনীর আগামীর ঝুলিতে রয়েছে ‘আগন্তুক’।ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে নতুন এই প্রজেক্ট।তাই এক কথায় বলাই যায় অভিনয়,বেড়ানো এবং ফটোশ্যুট সব মিলিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছেন সোহিনী।