পিতৃদিবসে বাবাকে হারানোর স্মৃতিচারণ কোন বাঙালি অভিনেত্রী, জেনে নিন

আজ পিতৃ দিবস (Father’s Day)। বাবাই প্রত্যেক ছেলে মেয়ের জীবনের প্রথম অনুপ্রেরণা। আর সেই পিতৃদবসের দিনই বাবাকে হারানোর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)।…

sayantani guhathakurata

short-samachar

আজ পিতৃ দিবস (Father’s Day)। বাবাই প্রত্যেক ছেলে মেয়ের জীবনের প্রথম অনুপ্রেরণা। আর সেই পিতৃদবসের দিনই বাবাকে হারানোর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)।

   

রবিবার পিতৃ দিবসের (Father’s Day) দিন বাবার সঙ্গে একটি সাদা কালো (Black and White) ছবি তার সমাজমাধ্যমে পোস্ট করেছেন বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)। ছবিতে বাবার কোলে অন্নপ্রাশনের সাজে দেখা যাচ্ছে ছোট্ট সায়ন্তনীকে। পোস্টার ক্যাপশনে তিনি লিখেছেন, “এখনও তোমার অভাব বোধ করি, আমার হৃদয়ে তোমার যে স্থান আছে সেটা কেউ নিতে পারবে পারবে না। যদি শুধু ভালোবাসায় তোমায় বাঁচাতে পারতো …আবারও তোমায় ছাড়া আরও একটি পিতৃদিবস। “

সম্প্রতি পরিচালক রাজর্ষি দের ‘এবার দার্জিলিং’চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন সায়ন্তনী। ছবিটিতে একজন বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়া ‘হৈচৈ আনলিমিটেড, ‘মায়া’, ‘কে তুমি নন্দিনী’ প্রমুখ ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী। এছাড়া ‘সাত ভাই চম্পা’, ‘করণমালা’, ‘জয়ী’ এর মতো সিরিয়াল এর জন্য খ্যাতি অর্জন করেছেন সায়ন্তনী।

১০ বছর বয়সে বাবাকে হারান অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। তাই আজ পিতৃদিবসের দিনে সবাই যখন তাদের বাবাকে ঘিরে উদযাপন করছে, তখন তার বাবাকে উদেশ্য করে সমাজমাধ্যমে একটি পোস্ট করে শোকপ্রকাশ করলেন অভিনেত্রী।