প্রাক্তন স্বামীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ! মুখ খুললেন সামান্থা

এবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠল সামান্থার বিরুদ্ধে। তিনি নাকি তাঁর স্বামীর চরিত্র কলুষিত করেছে। এমনটাই দাবি নাগার ভক্তদের। এবার সেই নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী…

Samantha Akkineni Naga Chaitanya

short-samachar

এবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠল সামান্থার বিরুদ্ধে। তিনি নাকি তাঁর স্বামীর চরিত্র কলুষিত করেছে। এমনটাই দাবি নাগার ভক্তদের। এবার সেই নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা।

   

অভিনেত্রী জানিয়েছেন, মেয়ের নামে গুজব রটলে তা সত্যি! ছেলের নামে রটেলে তা হয়ে যায় কোনও মেয়ে ইচ্ছাকৃত রটাচ্ছে তাঁর নামে। প্লিজ নিজেদেরকে বড় করে তুলুন। দুইজনেই অতীত ফেলে এগিয়ে এসেছি। আপনাদেরও তাই করা উচিত। নিজেদের কাজে মন দিন। পরিবারের খেয়াল রাখুন এই সব না করে।

বেশ কিছু ধরে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ উঠছে। আর তাঁর মধ্যে অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা। এও শোনা যাচ্ছিল সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বহু জায়গায়। কখনও দেখা যাচ্ছে নাগার্জুনার বাড়িতে। আবার কখনও বা হোটেলে। একসঙ্গে গাড়িতেও দেখা যাচ্ছিল তাঁদের।