ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় নাম। যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে একাধিক ভক্ত। বং ক্রাশ বলেও অভিহিত করা হয়ে তাকে। যেমনি তার রূপের সৌন্দর্য তেমনই তার অভিনয় গুণ। তবে মানুষ হিসাবে ঋতাভরী আরো সুন্দর।তাকে সাধারণ মানুষ একজন সমাজসেবি বলেও চেনেন। একাধিক সমাজ সেবামূলক কাজে থাকার ফলে নেটিজেনরাও অনেক প্রশংসায় ভরিয়েছেন।
তবে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় সব সময়ই অ্যাক্টিভ। নিজের নিত্যদিনের একাধিক ছবি এবং ভিডিও তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে তিনি দিয়ে থাকেন। কিছুদিন আগেই নিজের ইউরোপে ট্রিপের ছবি সবার সঙ্গে ভাগ করে নেন ঋতাভরী! নিজের প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি!
এবার অভিনেত্রী তার অবসর সময়ে নিজের সুইমিংপুলে বসে সময় কাটানোর ছবি নেট মাধ্যমে শেয়ার করলেন। যেখানে তাকে একটি কমলা রঙের অল্টারনেক বিকিনিতে সুইমিংপুলে জলের মধ্যে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে। অভিনেত্রী খুব হালকা মেকাপে চুলটাকে খোপা করে বেঁধে নিজের সেলফি তুলেছেন। সেই দেখে তার ভক্তরা মুগ্ধ। তার অপরূপ সৌন্দর্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক সুন্দর মন্তব্য করেছে মানুষ।