HomeEntertainmentRitabhari Chakraborty: পুরোনো লুকে বর্তমানের অভিনেত্রী পুরুষদের হৃদয়ে দাপিয়ে বেড়াচ্ছে

Ritabhari Chakraborty: পুরোনো লুকে বর্তমানের অভিনেত্রী পুরুষদের হৃদয়ে দাপিয়ে বেড়াচ্ছে

- Advertisement -

বর্তমানে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) মেতে রয়েছেন ফটোশ্যুটে। কিছুদিন আগে অভিনেত্রীকে দেখা যাচ্ছিল মাতৃরূপে৷ তিনি কিছু মুক ও বধির শিশুদের দায়িত্ব পালন করেন। কিন্তু, আজ অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে ভিন্নরূপে।

 ধাঁধানো লুকে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে লং লাল গাউনে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট দেখে বোঝা যাচ্ছে লাস্যময়ী রূপে অভিনেত্রী ব্যস্ত ফটোসুটে। সেই ফটোসুটেরই কিছু মুহূর্ত পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এই ছবিতে ধরা দিয়েছে আদ্যপান্ত পুরোনো দিনের নায়িকাদের রূপে।

   

তার ইনস্টাগ্রাম একাউন্টে নজর দিলেই বোঝা যাবে তিনি রয়েছে রুপালি পর্দার থেকে দূরে কিন্তু মনের পছন্দের কাজের থেকে তিনি নিজেকে কখনোই দূরে রাখে না। অভিনেত্রী ২০০৮সালে ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে অভিনয়ে জগতে প্রবেশ করে। তারপর থেকে একে একে নানা সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular