ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক লাস্যময়ী নারীর ছবি। এই নারী যেমন নিজের রূপের চমক দিয়ে বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিতে পারে আবার তিনি স্নেহময়ী মা হয়ে হাজারো সন্তানকে তার কোলে আশ্রয়ও দিতে পারে, তেমনি এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই অভিনেত্রী।
অভিনেত্রী এমনই এক মুকওবধির স্কুলের শিশুদের দায়িত্ব নিয়েছেন অনেক আগেই। এই সকল শিশুদের রোজকার নিয়মিত জিনিসপত্র থেকে শুরু করে নানা উৎসব-অনুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম যোগান দেন তিনি নিজেই। বর্তমানে অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্টে নজর দিলেই দেখতে পাওয়া যাবে, মুকওবধির স্কুলের কিছু শিশুদের সাথে একসাথে ফটো তুলে সেই ছবিগুলো পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ” যখন আমি দেখি আমার শিশুরা হাসছে তখন সারা পৃথিবী ঠিক থাকে। আমি ভীষণ ভাগ্যবতী যে আমি এক পালিতা মাতা আমার বধির সন্তানদের। ” অভিনেত্রী তার হাজার কাজের মাঝেও তিনি তার এই সন্তানদের সাথে মাঝেমধ্যেই দেখা করতে যান। এই ছবি ও ক্যাপশনের দ্বারা অভিনেত্রী যেন এক অন্যরূপ ধরা দিয়েছে দর্শকদের কাছে।
https://www.instagram.com/p/Cj4rnZeNj5I/?utm_source=ig_web_copy_link