Actress Priyanka Sarkar: সুস্থ হওয়ার পথে অভিনেত্রী প্রিয়াঙ্কা

Actress Priyanka Sarkar

বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: শুক্রবার রাতে রাজার হাট এলাকায় প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar) আর অর্জুন মহাভারত মার্ডারস এর শুটিং করতে গিয়ে অভিনেত্রী আহত হন। শুটিং চলাকালীন শুটিং ফ্লোর এ একজন বাইক আরোহী ঢুকে গিয়ে মারেন সোজা প্রিয়াঙ্কা আর অর্জুন কে।

Advertisements

অর্জুন এর অতটা ক্ষতি না হলেও প্রিয়াঙ্কার দু পায়ের হাড় ভেঙে যায়। তারপর ই ডক্টর অস্ত্রোপচার করতে হবে বলে সিদ্ধান্ত দেন। নায়িকা সেই মত অস্ত্রোপচার করিয়েছেন। নায়িকার কোথায় ” ডক্টর বলেছেন সুস্থ হতে আড়াই মাস সময় লাগবে, আপাতত বিশ্রামে আছি”।

ডক্টর বিশাল ভগতের চিকিৎসাধীন ছিলেন নায়িকা। তার দুই পায়ে স্টিলের পাত বসানো হয়েছে , ফিসিও থেরাপির মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠবেন নায়িকা। ডক্টর এর সিদ্ধান্তেই বাড়িতে চিকিৎসা চলবে নায়িকার।

Advertisements

এখনি প্রিয়াঙ্কা সরকার কে পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আশা রাখবো খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন।