বিগ বসের প্রতিযোগী হতে চলেছেন নুসরত?

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বিতর্ক তার পিছু ছাড়ে না। সেইভাবেই ভারতবর্ষের জনপ্রিয় ও বিতর্কিত রিয়ালিটি শো। টলিপাড়ায় একের পর এক বিতর্ক নিয়ে তার নাম জড়ায়। এবার বিতর্কিত সো বিগবস থেকে তার ডাক এসেছে এমনই সুত্র মারফত খবর। হিন্দি ‘বিগ বস্‌’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী তথা নুসরত জাহান। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে। অভিনেত্রী এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেন নি।

Advertisements

টলিপাড়ার অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদ। বিগ বস্‌ হাউসে গেলে বেশ অনেকটা সময় এখানে কাটাতে হবে। তখন তার কেন্দ্রের দায়িত্বের কি হবে তাই দেখার। এখনো পর্যন্ত তার বিগবসে প্রতিযোগী হওয়া নিয়ে কোথাও নিশ্চিত করা হয় নি।

Advertisements