HomeEntertainmentNusrat Jahan: সমালোচকদের যোগ্য জবাব দিল অভিনেত্রী

Nusrat Jahan: সমালোচকদের যোগ্য জবাব দিল অভিনেত্রী

- Advertisement -

কথায় কথায় লোকে বলে, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও একটা মানুষের জীবন নিয়ে সমাজের আরো পাঁচটা মানুষ সমালোচনা করেই থাকে। নিঃসন্দেহে বলা যেতে পারে, সমালোচনা মানুষের জীবনের একটি অঙ্গ। আর এই সমালোচকদের এবার উত্তর দিতে চলে এসেছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)।

তা সে টলি-বলি হোক কিংবা হলিউড সমালোচনা লেগেই রয়েছে অভিনেতা-অভিনেত্রীদের জীবনে। সমালোচকদের প্রতি একটি বিদ্রুপাকারে ইঙ্গিতপূর্ণ বিষয় নিয়ে ছোট রিল বানিয়েছেন অভিনেত্রী নুসরাত। অভিনেত্রী তার সমালোচকদের ঐ রিলের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, আমি যা করি বা বলি তার সব নিয়েই সমালোচনা করা হয়, তাই তোমরা বলতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। অভিনেত্রী বর্তমানে রুপালি পর্দা থেকে রয়েছেন একটু দূরে। অভিনেত্রীর এই রিল বিশেষত সমালোচকদের মনে একটু নাড়া দিয়ে উঠেছে।

   

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular