সাতপাকে বাঁধা পড়লেন জিৎ, বিশেষ শুভেচ্ছা জানালেন নুসরত

বহু বছরের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন টলিউডের জনপ্রিয় পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। তিনি এবং তাঁর প্রেমিকা শানু শিবরাত্রির আগের দিন…

actress-nusrat-jahan-attends-director-jiit-chakraborty-wedding-and-gives-tips-to-couple

বহু বছরের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন টলিউডের জনপ্রিয় পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। তিনি এবং তাঁর প্রেমিকা শানু শিবরাত্রির আগের দিন একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করলেন। ‘আড়ি’ ছবির পরিচালক হিসেবে পরিচিত জিৎ তার স্ত্রী শানুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।

বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। নুসরত খুশি হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ বার্তাও দেন। তিনি বলেন, “জিৎকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। তিনি এখন আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন। আজ তিনি আমাদের ছবির পরিচালক নন, বরং শানুর বর। আমি আশা করি, তাঁরা একে অপরের সঙ্গে ভালো থাকবেন এবং ভালোবাসায় কাটাবেন।” নুসরত আরও যোগ করেন, “আমাদের আড়ি পরিবারের পক্ষ থেকে নবদম্পতিকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।”

   

জিৎ (Jiit Chakraborty) এবং শানু তাঁদের দাম্পত্য জীবন সম্পর্কে বলেন, “বিয়ে হলেও, আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। আর সেটাই থাকবে সবসময়। আজকের দিনটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম, আজ দু’জনেই খুব খুশি।”

জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) একজন সফল অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত পরিচালক। তিনি ‘কথামৃত’ ছবির মাধ্যমে টলিউডে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবিটি টলিউডে প্রশংসা অর্জন করেছিল।

এছাড়া, চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে জিৎ চক্রবর্তীর (Jiit Chakraborty)নতুন ছবি ‘আড়ি’, যেখানে একাধিক বড় তারকা অভিনয় করেছেন। এই ছবিতে দীর্ঘ সময় পর বাংলা সিনেমায় দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। মৌসুমীকে শেষ দেখা গিয়েছিল অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে। এছাড়া, ছবিতে নুসরত জাহানও থাকছেন। ‘আড়ি’ ছবির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন যশ এবং নুসরতের সংস্থা।