২০০ কোটি টাকা তছরুপের মামলায় জাকলিনের পর এবার নোরা ফতেহিকে জেরা

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এর পরে এবার নোরা ফাতেহি (Nora Fatehi)-কে জেরা করল দিল্লি পুলিসের ইকনমিক উইংস। ২০০ কোটি টাকা তছুরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এই জেরা। প্রসঙ্গত এই আর্থিক তছরুপের মামলায় সুকেশের সঙ্গে যেসব ব্যক্তির যোগাযোগ রয়েছে তার মধ্যে নাম রয়েছে নোরা ফাতেহির।প্রসঙ্গত, ২০০২ সালের আর্থিক তছরুপ নিবারণ আইনের ৫০ নম্বর ধারা অনুসারে আগেই নোরার বক্তব্য রেকর্ড করেছিল দিল্লি পুলিশ।

Advertisements

এই মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নোরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অন্যদিকে দিল্লি পুলিশের ইকনোমিক উইংসের দায়ের করা মামলায় আর্থিক তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ইডি। এই দিন বলিউড অভিনেত্রীকে প্রায় ৭ ঘন্টা ধরে জেরা করা হয় এবং এই জেরায় তাকে ৫০ টিরও বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে জানা গিয়েছে। তবে অভিনেত্রী জেরায় পুরোপুরি সহযোগিতা করেছেন বলেও জানা গিয়েছে। সুকেশের সঙ্গে তার কিভাবে পরিচয়? তাদের পরিচয় কিভাবে এগোলো? এবং তিনি সুকেশের কাছ থেকে ঠিক কি কি দামি উপহার পেয়েছেন? আর বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকলিনের সাথে এই বিষয়ে তার কোন যোগাযোগ আছে কিনা?এমনই সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এ দিন নোরা কে।

সূত্রের খবর অভিনেত্রী জিজ্ঞাসাবাদের সময় জানান যে একটি স্বেচ্ছাসেবী মূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই অনুষ্ঠানের পরে সুকেশের স্ত্রী তাকে একটি গুচির ব্যাগ এবং আইফোন উপহার হিসেবে দিয়েছিলেন। এছাড়া তারা দুজন অভিনেত্রীকে একটি bmw দেবেন বলেও তিনি বলেন।

Advertisements

উল্টোদিকে বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে এই বিষয়েএকাধিক অভিযোগ আনা হয়েছে। সুকেশের সঙ্গে জড়িত থাকার সূত্রে জাকলিন বলেন তার সব সম্পত্তি এবং সব FD সবকিছুই তার নিজস্ব অর্জিত টাকা থেকে করা। যখন তিনি এইসব করেছেন সেই সময় সুকেশের সাথে তার কোন যোগাযোগ ছিল না। আদালতে এখনো পর্যন্ত চার্জসিট জমা না হওয়ার কারণে অভিনেত্রীকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এখনই দেশের বাইরে কোথাও যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে অভিনেত্রীর ওপর।