টলি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar) মানেই একের পর এক চমক। তাকে নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ নেই। তার রূপের ঝলকে কাবু নেটিজেনরা। আর এবার মধুমিতার একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে জোরদার জল্পনা। ওই পোস্টে মধুমিতা তার নয়া সম্পর্কের ইঙ্গিত দিলেন।
মধুমিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা সোহম মজুমদারের প্রায় কোলে উঠে গলা জাপটে ধরে আদরে-চুম্বনে ভরিয়ে দিয়েছেন নায়িকা। তাতে খুব যে মজা পেয়েছেন সোহম তেমনটা নয় বরং সোহমের মুখ দেখে মনে হয়েছে তিনি খানিকটা বিরক্ত হয়েছেন। দুজনকেই বেগুনি রঙের একই পোশাকে দেখা গিয়েছে। খোলা চুলে লাস্যময়ী মধুমিতার আদরে লজ্জায় লাল হয়েছেন অভিনেতা।
মধুমিতার এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। কমেন্টের বন্যা বয়ে গেছে পোস্টে। একজন কমেন্টে লিখেছেন- এদের কি রিলেশনশিপ চলছে নাকি। কেউ আবার বলেছেন, মধু দি এটা ঠিক করলে তুমি। তবে দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
https://www.instagram.com/reel/Cms87ZKBxN3/?utm_source=ig_web_copy_link
মাঝেমাঝেই হট অবতারে দর্শকদের রাতের ঘুম কাড়েন মধুমিতা। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই ছবিতে চোখ আটকে যাচ্ছে ভক্তদের। মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। সিরিয়াল দিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার আসন্ন ছবি ‘দিলখুশ’। সেখানে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা।