বাংলা চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কোয়েল মল্লিক (koel mallick)। একটা সময় দেব, জিৎ, পরমব্রত, যিশু সেনগুপ্ত সবার সাথে চুটিয়ে অভিনয় করে গেছেন বাংলা সিনেমায়। তার অভিনয় দক্ষতা মানুষকে প্রভাবিত করেছে।
২০০৩ সালে “নাটেরগুরু” সিনেমায় জীতের বিপরীতে অভিনয় করে তার বাংলা চলচ্চিত্র জগতে যাত্রা শুরু। তারপর পাগলু, প্রেমের কাহিনী, মন মানে না, অরুন্ধতী, সাত পাকে বাঁধা, বন্ধন প্রভৃতি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। এছাড়া অরুন্ধতী ও মি মাসীর মত জনপ্রিয় সিনেমা তিনি একাই তার অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তোলেন।১৮ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কোয়েল। তারপর রঞ্জিত কন্যা জনপ্রিয় পরিচালক নিসপাল সিংকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়।
২০২১ সালে “বনি” এবং “ফ্লাইওভার” ছবিতে অভিনয় করেন। তারপর থেকে দীর্ঘ বিরতিতে চলে যান তিনি। সেভাবে তাকে আর সিলভার স্ক্রিনে দেখতে পাওয়া যায় না। কিন্তু সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, যে তাকে আবার অরিন্দম শীলের মিতিন মাসির চরিত্রে দেখতে পাওয়া যাবে। পরিচালক নিজেই এই খবরের সীলমোহর দেন। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই কেরালায় এই ছবির শ্যুটিং শুরু হবে। তার এই প্রত্যাবর্তনে তার ভক্তরা খুবই খুশি।