Actress Dolan Roy: আউটডোরে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত দোলন রায়

Actress Dolon Roy

সারাদিন টানা রোদ্দুরের মধ্যে কাজ, আর তাতেই হিটস্ট্রোকে (heatstroke) হাসপাতালে ভর্তি হলেন দোলন রায় (Dolan Roy)। বৃহস্পতিবার আউটডোর শুটিং ছিল তাঁর। সেখানেই একটানা গরমে শুট করে বাড়ি এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বমি। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই অভিনেত্রীরা দ্রুত সুস্থতা কামনা করেছে।

Advertisements

দোলন জানিয়েছেন তাঁর এই অসুস্থতায় বেজায় চিন্তিত স্বামী দীপঙ্কর দেও। তিনিও যথাসাধ্য খেয়াল রাখছেন স্ত্রীর। আপাতত তাঁকে সুস্থ করে বাড়ি নিয়েই আসাই লক্ষ্য পরিবারের। বাংলা টেলিভিশনে পরিচিত মুখ দোলন। অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। এই মুহূর্তে রিয়েল লাইফ স্টোরি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। তবে আপাতত সুস্থ হয়ে তবেই কাজে ফেরার কথা ভাবছেন অভিনেত্রী।

   
Advertisements

আবহাওয়া দপ্তর বলছে শীঘ্রই বঙ্গে ঢুকবে বর্ষা। কিন্তু ভ্যাপসা গরম এখনও রয়েছে শহর কলকাতায়। আউটডোরে কাজ করতে গিয়ে নাজেহাল হচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। সেখানেই বাদ যাননি অভিনেত্রী দোলন। প্রচণ্ড গরমে আউটডোরে কাজ করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও তিনি নিজের মুখে জানিয়েছেন, আজ অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।