” এসো মা লক্ষ্মী, বসো ঘরে / আমার এ ঘরে থাকো আলো করে” – এই গানের কলির মাধ্যমে আমরা একমাত্র যেদিনকে আরাধনা করে থাকি তা হল মা লক্ষী (Lakshmi Puja)। আমজনতা থেকে শুরু করে প্রত্যেক নেতা মন্ত্রী এমনকি সেলেবদের ঘরে ঘরে এই পুজো পালন করা হয়ে থাকে।
আর সেলেবদের ঘরের লক্ষীপূজো বলতেই প্রথম যে সেলিব্রিটির কথা মাথায় আসে তিনি হলেন মহানায়ক উত্তম কুমারের বাড়ির পুজো। আজও চিরাচরিতভাবে জাকচমকপূর্ণভাবে লক্ষ্মীপূজো পালন করা হয়ে থাকে। মহানায়ক উত্তম কুমারের বড় নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমারের আজকের দিনে ব্যস্ততা থাকে তুঙ্গে। দেবলীনা প্রাথমিকভাবে নৃত্য শিক্ষিকা হলেও বর্তমানে তিনি অভিনয় জগতে বেশ পরিচিত মুখ। ছোট পর্দার সাথে সাথে বড় পর্দাতেও তিনি বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন। আজ এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্টে স্টোরি জুড়ে রয়েছে আজকের দিনের নানান ব্যস্ততার ছবি।
https://www.instagram.com/p/CjcMuz1tGD_/?utm_source=ig_web_copy_link
তার শ্বশুর বাড়ির পূজা থেকে শুরু করে নৃত্য প্রতিষ্ঠানের পুজো সবটাই তিনি একা হাতে সামলাচ্ছেন। কখনো তিনি ভোরবেলা বাড়িতে শাড়ি পড়ে মা লক্ষ্মীকে বরণ করছেন আবার কখনো তার নৃত্য প্রতিষ্ঠানে মা লক্ষ্মীকে বরণ করছেন কিন্তু পরনে রয়েছে জিন্স-টপ। আবার তার স্টোরিতে এও দেখা যাচ্ছে যে গতকাল ঘটে যাওয়া কার্নিভালে নৃত্য প্রদর্শন করার প্রস্তুতি করছেন। একাধারে তার এই সবকটা স্টোরি দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মা লক্ষ্মী একা হাতে দশদিক সামলে উঠছেন।
আজকালকার দিনে কিছু গোঁড়া মানসিকতার মানুষেরা মনে করেন যে, মেয়েরা শুধু জিন্স টপ কিংবা ওয়েস্টার্ন ড্রেসে নিজেদেরকে সমাজের কাছে মেলে ধরতে পছন্দ করেন কিন্তু এই সকল ধারণার প্রতি জল ঢেলে দিয়েছেন আজকের যুগের অন্যতম নারী অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবলীনা কুমার। তিনি শুধু অভিনেত্রী কিংবা নৃত্যশিল্পী নয় তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কাজ করে থাকেন।