Uday sankar pal:ফেরানো কি যাবে ‘আত্মারাম’কে, সহযোগিতার হাত আর্টিস্ট ফোরামের

uday sankar pal

তাঁকে বাঙালি দর্শকেরা আত্মারাম বলেই চিনে থাকেন। ভূতের ভবিষ্যতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল। সেই থেকেই তিনি বাঙালিদের মননে। কিন্তু তিনি যে ক্যান্সারে আক্রান্ত। অভিনেতা উদয় শঙ্কর পাল যে গুরুতর অসুস্থ। তবে তাঁর অভিনয়ের পরিধি কিন্তু বিস্তৃত। নাটক থেকে বাংলা সিনেমার পর্দায় তাঁর অবাধ বিচরণ। কিন্তু শেষ বয়সে এসে তরী ডুবল। তাঁকে আর বড় পর্দায় দেখা যায় না। তিনি যে কিছুদিন আগে অবধিও বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। তিনি ল্যাং ক্যান্সারে আক্রান্ত এবং তাঁর সেই ক্ষমতা নেই চিকিৎসা করানোর।

Advertisements

তবে জানা গিয়েছে যে সোমবার রাতে আর্টিস্ট ফোরামের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরিচালক অভিজিৎ পাল অভিনেতার অসুখের কথা প্রথম প্রকাশ্যে আনেন। এবার পরিচালকের তৎপরতায় অভিনেতার চিকিৎসার স্বার্থে ফান্ড রেইজিং-এর চেষ্টা করা হয়েছে। এই উদ্যোগটি পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ফান্ড রেইজিং এর পক্ষে লিখিত সহমত পোষণ করেছেন স্বনামধন্য পরিচালক সন্দীপ রায়, পরিচালক অনিক দত্ত, লগ্নজিতা,বিশিষ্ট দেবদূত ঘোষ, জিতু কামাল, সুমিত সমাদ্দার, দেবলীনা দত্ত, উৎসব মুখোপাধ্যায়, দেবাশিস রায়, সহ বিশিষ্টজনেরা। সাহায্যের জন্য একটি জিপে এবং ফোন পে নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে 9007355467।

Advertisements

তবে পরিচালক অভিজিৎ পালের বক্তব্য অনুযায়ী চিকিৎসক নাকি শেষ জবাব দিয়ে দিয়ে দিয়েছে। তাই আত্মারামের বড় পর্দায় ফেরা প্রায় অনিশ্চিত। তিনি আরও জানান যে গত কয়েকমাস ধরেই নিয়মিত কাশছিলেন অভিনেতা। গত ডিসেম্বর থেকে কাশির সঙ্গে রক্ত বেরতে শুরু করে। প্রথমে ডাক্তার দেখাতে চাননি, জোর করেই ডাক্তার দেখানো হয়। পরীক্ষায় জানা যায় ফুসফুসে ক্যানসার। কিন্তু চিকিৎসার বিপুল খরচ বহন করার ক্ষমতা নেই উদয়বাবুর।