সিনেমা ছেড়ে সিরিয়ালে কেন Saheb!

Saheb: সিনেমায় কি কেরিয়ার গড়তে পারলেন না! ওয়েব সিরিজেও তো পসার জমালেন বেশ। তাহলে হঠাৎ আবার সিরিয়ালে কেন ফিরলেন জনপ্রিয় নায়ক সাহেব ভট্টাচার্য। উত্তরে এদিন…

Saheb

Saheb: সিনেমায় কি কেরিয়ার গড়তে পারলেন না! ওয়েব সিরিজেও তো পসার জমালেন বেশ। তাহলে হঠাৎ আবার সিরিয়ালে কেন ফিরলেন জনপ্রিয় নায়ক সাহেব ভট্টাচার্য। উত্তরে এদিন এক সাক্ষাৎকারে সাহেব বললেন, ‘আমার মনে হয়েছিল দর্শকের কাছে পৌঁছতে হবে আমায়। আমি এত দিন যে ধরনের ছবিতে অভিনয় করেছি সেগুলো গুটি কয়েক দর্শকের কাছে পৌঁছেছিল। আর দর্শক কিন্তু আমায় আগে খুবই ভালবাসা দিয়েছে। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবেও বেশ প্রশংসা পেয়েছিলাম। একটা ইতিবাচক ভাবমূর্তি রয়েছে দর্শকের সামনে। অনেকে আমায় বলতেন আবার ছোট পর্দায় তাঁরা আমায় দেখতে চান।’

সম্প্রতি, কথা সিরিয়ালে দেখা যাচ্ছে অভিনেতাকে। সেখানে এক শেফ-র চরিত্রে দর্শকের মন কাড়ছেন তিনি। তা এইসব রান্নাবান্না কি সম্পূর্ণ রিলের জন্য সাজানো। নাকি বাস্তবেও রান্না টুকটাক জানেন সাহেব! টুকটাক নয়। সাহেব জানালেন, রান্নাবান্না বেশ ভালোই আয়ত্বে রয়েছে তাঁর। অসুবিধা হয় না। অভিনেতার কথায়, ‘আমি তো সব রান্না, কাটাকুটি করতে পারি। ২০১৯ সালে প্রথম যখন আমি একা থাকতে শুরু করি, তখন ডিম সিদ্ধও করতে পারতাম না। কিন্তু একা থাকলে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। সে নিজে আরও দায়িত্বশীল হয়। তাই এখন আমি সবই পারি। আমি পাস্তা দারুণ তৈরি করতে পারি। কচি পাঁঠার মাংসের ঝোল বেশ ভাল করতে পারি। বন্ধুরা আমার হাতের রান্না খেতে খুব ভালবাসে।’

কিন্তু বাবামায়ের সঙ্গে একই শহরে থেকে একা কেন থাকেন তিনি। বাঙালি পরিবারের ছেলেমেয়েরা তো সাধারণত বাবামায়ের সঙ্গেই থাকেন। তাহলে সাহেব কেন। তারই উত্তরে এদিন অভিনেতা বললাম, ‘আমার মন হয় সব অভিনেতাদেরই জীবনে কখনও না কখনও একা থাকা উচিত। তবে নিজের মূল্যায়ন করা যায়। নিজেকে ভাঙার দরকার। বাড়ির পরিবেশে সেটা হয় না। তাই নিজেকে আরও স্বনির্ভর করতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তখনই রান্না করা শিখেছি। নিজেকে একেবারে নতুন করে তৈরি করেছি বলা যেতে পারে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)