বাক্সের মধ্যে কী আছে? আদৌ কি বলতে পারলেন কার্তিক

সম্প্রতি বড় পর্দায় রিলিজ করেছে ভুলভুলাইয়া ২। বক্স অফিসে ধামাকা দেওয়ার পর এবার OTT প্ল্যাটফর্মে রিলিজ করেছে ছবিটি। ছবিটিতে যেমন ভূতের ভয় রয়েছে তেমনি রয়েছে…

Kartik Aaryan

সম্প্রতি বড় পর্দায় রিলিজ করেছে ভুলভুলাইয়া ২। বক্স অফিসে ধামাকা দেওয়ার পর এবার OTT প্ল্যাটফর্মে রিলিজ করেছে ছবিটি। ছবিটিতে যেমন ভূতের ভয় রয়েছে তেমনি রয়েছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) কমেডি। যার কারণে ছবিটি ব্যবসাও বেশ ভালো হয়েছে। এবার নেটফ্লিক্সে ছবিটির প্রমোশন করতে এসে বাক্সের ভিতরে কি আছে তার একটি গেম খেললেন অভিনেতা।

যেখানে তাঁকে অনেকগুলো জিনিস দিয়ে দেওয়া হয়েছিল এবং তা ছুঁয়ে ছুঁয়ে বলতে হতো যে কোনটা কি। কিন্তু তার মধ্যে একটাই বলতে পেরেছিলেন কার্তিক। বাকিগুলোতে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আর এরপরে সবাই বলছে, যে কিনা নিজেই ভূতের সিনেমা করেছে, সে আবার ভয় পেয়ে গিয়েছে। একই সঙ্গে বাক্সের ভিতরে কি রয়েছে সেই খেলা খেলতে গিয়ে বলে উঠলেন, নেটফ্লিক্সে এসে গিয়েছে ভুলভুলাইয়া টু। তাই সকলেই যেন এবার ঘরে বসেই এই ছবিটির মজা নিতে পারেন।

   

এছাড়াও এই ছবিতে কিয়ারা আডবানি ও কার্তিক আরিয়ানের কেমিস্ট্রি একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেও কিছুটা হাড় হিম করা ভয় ছিল।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Netflix India (@netflix_in)