খোলামেলা আড্ডায় স্বয়ং টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সপ্তস্বা বসুর পরিচালনায় সবেমাত্র সবেমাত্র প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও আরও অনেকে।
সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত তার নিজের এইচ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন দর্শকদের সাথে। অভিনেতা সাক্ষাৎকারে বলছেন, তিনি কিভাবে প্রতিকূল অবস্থার সাথে কঠিন লড়াই করে এই ইন্ড্রাস্টিতে নিজের জায়গা তৈরী করেছেন। অভিনেতায় এও বলেছেন যে, পরিবারের আর্থিক অসুবিধার সময় তাকে পরিচালকদের অ্যাসিস্টও করতে হয়েছিল।
অভিনয় জগতের জীবনে প্রথমের দিকে তাকে নিজের পরিচিতি বানানোর জন্য কিছু কমার্শিয়াল সিনেমা করতে হয়েছিল। নানান বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে অভিনেতার অকপট স্বীকারোক্তি তিনি যেমন হিট সিনেমাও করেছেন আবার ফ্লপ সিনেমাও করেছেন। অভিনেতা আবার সাক্ষাৎকারের শেষের দিকে নিজের ব্যক্তিগত জীবনের অর্থাৎ অভিনেতার সাথে অভিনেত্রী কৌশানির আগামী দু বছরের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা রয়েছে।