Ankush Hazra in Mithai: উচ্ছেবাবুর দিন শেষ, মিঠাইতে এন্ট্রি নিল অঙ্কুশ!

Actor Ankush Hazra will be seen in Mithai

এই মুহূর্তে প্রায় সব বাংলা সিরিয়ালগুলিতেই টানটান উত্তেজনার পর্ব চলছে। কোনটা ছেড়ে কোনটা দেখি এমন অবস্থা দর্শকদের। তবে যারা মিঠাই ফ্যান তারা মিঠাই (Mithai) ছাড়া অন্য কিছু দেখতেই চান না। আর এই মুহূর্তে তাদের পক্ষে অন্য কিছু দেখা অসম্ভব কারণ সব থেকে বড় রহস্যের সমাধান না করা অবধি তাদের শান্তি নেই। সেই সমাধান যে হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর তার সাথে এবার যুক্ত হল আরও এক চমক।

Advertisements

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছে মিঠাই, অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। যেখানে তিনি হিন্দিতে লিখেছে, “আগার কিসি চিজ কো দিল সে চাহো তো…বাকি কা তো পতা হ্যায় না?” এর বাংলা করলে দাঁড়ায় কোন কিছু মন দিয়ে চাইলে…বাকিটা তো আপনারা জানেন তাই না? আসলে ভক্তরা এবং উচ্ছে বাবু মনেপ্রাণে চাইছে তার মিঠাই যেন ফিরে আসে আর সেটাই যে এবার হতে চলেছে এমনই একটা আভাস হয়তো দিয়ে দিল অভিনেত্রী নিজেই।

তবে এখানেই কিন্তু শেষ নয়। এবার আসন্ন এপিসোডে মিঠাইতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। কি, অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। অঙ্কুশ নিজেই সোস্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা।

Advertisements

অঙ্কুশের পোস্টে দেখা যাচ্ছে, তিনি মিঠাই পরিবারের সাথে রয়েছেন। এবং মিঠির সঙ্গে নাচ করতেও দেখা যাচ্ছে অভিনেতাকে। এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে দর্শকদের মনে। তবে কি এবার মিঠাইতে এন্ট্রি নিচ্ছেন অঙ্কুশ!!

না, এরকম কিছুই নয়। আগামী ৬ তারিখ মুক্তি পাবে অঙ্কুশের প্রথম ওয়েব সিরিজ শিকারপুর। যার ট্রেলারে ধরা পড়েছে এক ভিন্ন স্বাদের গল্প। পর্দায় অঙ্কুশ ওরফে কেষ্টর ওপর ভার পড়ে এক খুনিকে ধরে দেওয়ার। সেই নিয়ে আবর্তিত হবে এই সিরিজের গল্প। এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। আর সেই সিরিজের প্রচারেই মিঠাই পরিবারে হাজির হয়েছেন অভিনেতা।