Abir Chatterjee: আজ আবির চ্যাটার্জীর জন্মদিন! রইলো তার সম্পর্কে কিছু অজানা তথ্য

ব্যোমকেশ হোক কিংবা ঠাম্মার বয়ফ্রেন্ড , কিংবা সোনা দা এমন বহু চরিত্রে প্রান সঞ্চার করেছেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতে যার অবদান সত্যি প্রশংসনীয় আজ তারই জন্মদিন।আশা করি এতক্ষনে বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে আজ আবীর চট্টোপাধ্যায়ের(Abir Chatterjee) জন্মদিন। আজ এই বিশেষ দিনে রইল তার সম্পর্কে কিছু অজানা তথ্য।
আবীর চ্যাটার্জী প্রথম সিনেমা জগতের ডেবিউ করেন ২০০৯ সালে ক্রস কানেকশন নামক একটি ছবির মাধ্যমে।

Advertisements

আবীর চট্টোপাধ্যায়ের বাবা মা দুজনেই সিনেমা জগতে আগে থেকে যথেষ্ট পরিচিত মুখ। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ফাল্গুনী চ্যাটার্জী, রুমকি চ্যাটার্জীর ছেলে আবির।

আবিরের একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে যার নাম ময়ূরাক্ষী চ্যাটার্জী।

২০১৭ সালে তার অভিনীত ছবি” বিসর্জন” ৬৪ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এ শ্রেষ্ঠ ছবির তকমা পায়।

Advertisements

সম্প্রতি তিনি সঞ্চালকের ভূমিকায় কাজ করা শুরু করেছেন জি বাংলার বিখ্যাত রিয়ালিটি শো সারেগামাপা হাত ধরে।

খুব শীঘ্রই আবির চ্যাটার্জী হিন্দি সিনেমা জগতে ডেবিউ করতে চলেছে সোনি লাইভের একটি সিরিজ অবরোধ : দি সিজ উইথ ইন ২ এর মাধ্যমে.।