Abhishek Bose: টক-ঝাল-মিষ্টি! সম্পূর্ণ ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাবে অভিষেককে

সমস্ত জল্পনা উস্কানি দিয়ে এবং অভিনেতা অর্ণব ব্যানার্জি কথা কে সত্যি করে ষ্টার জলসার ‘আলতা ফড়িং’-এ আসতে চলেছে নতুন চমক। কিছুদিন আগে অভিনেতা অর্ণব ব্যানার্জীর…

Abhishek Bose: টক-ঝাল-মিষ্টি! সম্পূর্ণ ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যাবে অভিষেককে

সমস্ত জল্পনা উস্কানি দিয়ে এবং অভিনেতা অর্ণব ব্যানার্জি কথা কে সত্যি করে ষ্টার জলসার ‘আলতা ফড়িং’-এ আসতে চলেছে নতুন চমক। কিছুদিন আগে অভিনেতা অর্ণব ব্যানার্জীর দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আলতা ফড়িং-এ আসতে চলেছে অভিনেতা অভিষেক বোস( Abhishek Bose) এক নতুন চরিত্রে। 

https://youtu.be/6P26hn-AtSE

ষ্টার জলসার ইউটিউব চ্যানেল থেকে সদ্য প্রকাশ প্রাপ্ত একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা অভিষেক স্বয়ং বলছেন যে তিনি আসতে চলেছেন ‘আলতা ফড়িং’-এ সম্পূর্ণরূপে এক নতুন চরিত্রে এবং সাথে এও বলেছেন যে, বর্তমানে তিনি রয়েছেন ‘ড্যান্স ড্যান্স জুনিয়ার সিজন ৩’-এ মেন্টারের আসনে। কিন্তু এখন দেখার বিষয় এটাই যে, আলতা পড়িনি নতুন চরিত্রাগমনে গল্পের কী নতুন মোড় আসতে চলেছে। 

Advertisements

অনেক দর্শকদের মনে এও প্রশ্ন জাগছে যে, ফড়িং এর জীবন থেকে কী ব্যাঙ্ক বাবু সরে গিয়ে আসবে নতুন কোন মানুষ।এসব কিছু প্রশ্নের জবাব পেতে গেলে দেখতে হবে সোম থেকে শুক্র ঠিক রাত আটটায় স্টার জলসায় আলতা ফড়িং।