Abhishek Bachchan shares personal story: দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় হিন্দি চলচ্চিত্র এবং বচ্চন পরিবার জানা একে অপরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হিসেবে অংশ বলা যায় ভারতীয় চলচ্চিত্র জগতে অমিতাভ বচ্চনের অবদান। শুধু ভারতবর্ষ নয় পাশাপাশি সমগ্র বিশ্ব তাঁর অভিনয়ের ভক্ত। বর্তমানে বয়স হয়েছে প্রায় ৯০ এর কাছাকাছি কিন্তু তাতেও ভক্তদের মনে এখন একইভাবে বিরাজমান তিনি।
আর সেই কারণেই বচ্চন পরিবারে যে কোন ঘটনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। নিজের অভিনয় দক্ষতায় তিনি জিতে নিয়েছেন একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অন্যদিকে একই সাথে পেয়েছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বাপেক্ষা বড় পুরস্কার অর্থাৎ দাদাসাহেব ফালকে।
তাই বরাবরই বচ্চন পরিবারকে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য তারকাদের মধ্যে আগ্রহ থাকে চোখে পড়ার মতো। তাদের পরিবারের যেকোনো ছোট খাটো ঘটনাই মানুষ মুহূর্তের মধ্যে অনেক বড় বানিয়ে তোলেন। ঠিক সেই রকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি। সম্প্রতি বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চন এবং নাতনি আরাধ্যা গিয়েছিলেন আম্বানীদের এক অনুষ্ঠানে।
শুধু তাই নয়, সেখানে অভিনেত্রীর ফটো তোলেন তার পুরনো প্রেমিক অর্থাৎ বলিউডের সাল্লু ভাইয়ের সাথে। তবে অনুষ্ঠান পরপর দুদিন হলেও একদিনও দেখা যায়নি অভিষেক বচ্চনকে আর তাতেই জল্পনা বাড়তে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন তাদের হয়তো এবার বিবাহ বিচ্ছেদ হবে যদিও এই প্রথম নই এর আগেও একাধিকবার এই ধরনের জল্পনা সৃষ্টি করেছেন সাধারণ মানুষ।
তবে এবার এক ব্যক্তি টুইটে কমেন্ট করেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেতা। অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং তার মেয়ের ফটো এক ব্যক্তি নিজের টুইট করেন এবং তাতে লেখেন, “আমার পছন্দের মানুষ”। এবং ঠিক সেই ট্যুইট এই অভিনেতা কমেন্ট করেন “আমারও পছন্দের মানুষ”।
#AbhishekBachchan #Twitter #TeenageRelationship #Heartbreak #PersonalStory #MentalHealth

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
