HomeEntertainment'জয়া বচ্চন পার্ট ২' হঠাৎ অভিষেককে এমন কেনো বললেন নেটিজেনরা

‘জয়া বচ্চন পার্ট ২’ হঠাৎ অভিষেককে এমন কেনো বললেন নেটিজেনরা

- Advertisement -

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে । ভিডিওটি মুম্বাই বিমান বন্দরের। গতকাল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ‘হাউসফুল ৫’ (Housefull 5) ছবির শুটিং শেষ করে ফিরছিলেন। সেই সময় পাপারাজ্জিদের তাকে ঘিরে ধরে ভিডিও করতে শুরু করেন। আর তাতেই বিরক্ত বোধ করেন অভিষেক।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাপারাজ্জিদের হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক (Abhishek Bachchan) । ভিডিওর শুরতে কিছু বলেননি, এরপরে পাপ্পারাজ্জিরা ক্যামেরা কাছে নিয়ে আসতে বিরক্ত বোধ করেন অভিষেক। তিনি হাত গুটিয়ে বিরক্ত বোধ করে বলেন, ‘ব্যাস হয়েছে ভাই, এখন ধন্যবাদ’।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

 

অভিনেতার (Abhishek Bachchan) এই ভিডিও মূহুর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিষেকের এই আচরন নিয়ে নানা ট্রোল এবং কটাক্ষ করেছে নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অভিষেকের মধ্যে মায়ের গুন আছে’, অন্যএকজন লিখেছেন ‘জয়া বচ্চন পার্ট ২’।

প্রসঙ্গত,ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হচ্ছে। মাঝে গুঞ্জন শোনা যায় তারা নাকি একে ওপরকে ডিভোর্স অবধি দিয়ে দিয়েছে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে যদিও সাম্প্রতিককালে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন অভিষেক ও ঐশ্বর্য। তবে তাঁদের নিয়ে চুপ করে নেই নেটিজেনরা।

উল্লেখ্য, অভিষেক (Abhishek Bachchan) বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘হাউসফুল ৫’ ছবির শুটিং নিয়ে। এর পরে তাকে শাহরুখ খানের ‘বাদশা’ ছবিতে দেখা যাবে। এছাড়ও সুজিত সরকারের সঙ্গে নতুন ছবিতে কাজ করছেন তিনি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular