মুম্বই: বলিউডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে৷ তাঁদের দূরত্বে পরিবার ও ভক্তদের মধ্যেও সন্দেহ সৃষ্টি করেছিল৷ অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই জুটি? এই জল্পনার মাঝেই সম্প্রতি মুখ খুললেন অভিষেক৷ সরাসরি জানিয়ে দিলেন, এটা স্রেফ গুজব।
কী বললেন অভিষেক?
ইন্সট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, “আমি যখন বাড়ি ফিরি, সেখানে আমি দেখি এক সুখী পরিবার। ঐশ্বর্য বাইরের কথাবার্তা আমাদের সংসারে ঢুকতে দেন না। আমার মা, জয়া বচ্চন, সেই দায়িত্ব পালন করতেন, এখন ঐশ্বর্য সেটাই করে যাচ্ছেন।” তিনি আরও যোগ করেন, “আমি নিজে এই ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, তাই জানি কোন খবরের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়, আর কোনটা শুধুই হাওয়ায় ভাসানো শব্দ। সোশ্যাল মিডিয়ায় যতই ঝড় উঠুক, আমি সেটা থেকে প্রভাবিত হই না।”
সুখী দাম্পত্য Abhishek Aishwarya divorce rumors
২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বর্যা৷ স্ত্রী ও তাঁদের একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে সুখী সংসার কাটাচ্ছেন জুনিয়র বচ্চন। কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে গত বছরের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাঁরা আলাদা আলাদা আসার পর এবং আরাধ্যার জন্মদিনে বচ্চন পরিবারের অনুপস্থিতি তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে প্রশ্ন তোলে৷ ওই বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বর্যার পাশে অভিষেকের অনুপস্থিতি সেই গুঞ্জনেই ঘৃতাহুতি দেয়৷
তবে, এবার অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, গোটা বিষয়টিই সামাজিক মাধ্যম ও মিডিয়ার কল্পনারই অংশ। তাঁর কথায়, “আমার স্ত্রী খুবই দায়িত্বশীল, বাইরের শোরগোলকে পরিবারে ঢুকতে দেয় না। আমিও সবসময় চেষ্টা করি পরিবারকে সেই অবস্থায় রাখার।”
বিগ বি-র মেসেজ
এছাড়া, বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনও সম্প্রতি একটি পোস্টে গুজবের ব্যাপারে বেশ স্পষ্টতা এনেছেন। তিনি বলেছেন, “গুজব মানেই প্রমাণবিহীন কথা। যাঁরা এই পেশায় আছেন, তারা এই গুজবকে তাঁদের ব্যবসার একটি অংশ হিসেবে ব্যবহার করেন। আমার জন্য পরিবার হল সর্বপ্রথম এবং আমরা আমাদের প্রাইভেসি রক্ষা করতে বদ্ধপরিকর।”
সুতরাং স্পষ্ট বচ্চন পরিবারের মধ্যে এখনও ঐক্য এবং ভালোবাসা অবিচলিত। মিডিয়ার গুঞ্জনে বিভ্রান্ত না হয়ে, সত্যি জেনে নেওয়া দরকার যে, এই পরিবারে এখনো হাসি-আনন্দেই জীবন চলছে।
অভিষেকের ভাষায়, “আমার জন্য পরিবার সবসময় প্রথম, আর ঐশ্বর্যার মতো জীবনসঙ্গিনী থাকলে বাইরের কোনও গুঞ্জনই প্রভাব ফেলতে পারে না, এটা নিশ্চিত।”