ডায়েট ভুলে ফুচকা খাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট

ফিটনেস ফাইটার ডায়েট ভুলে খাচ্ছেন ফুচকা! মুম্বাইয়ের জুহুর বিচে সাধারণ মানুষ দেখল বিরল ছবি। হালকা গোলাপি শার্ট আর সাদা রঙা টি-শার্ট পরে জুহুর সমুদ্র সৈকত…

Aamir Khan releases Pani Puri at the special trailer preview of ‘Laal Singh Chaddha’

ফিটনেস ফাইটার ডায়েট ভুলে খাচ্ছেন ফুচকা! মুম্বাইয়ের জুহুর বিচে সাধারণ মানুষ দেখল বিরল ছবি। হালকা গোলাপি শার্ট আর সাদা রঙা টি-শার্ট পরে জুহুর সমুদ্র সৈকত গপগপ করে ফুচকা মুখে পুড়ছেন আমির খান (Aamir Khan)। ডায়েট সচেতন এই বলি অভিনেতার এই কীর্তি দেখে হতবাক নেটিজেনরা। পাশেই নিয়ে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, আমির খান টকজল ভর্তি ফুচকা গপ গপ করে খেয়ে নিচ্ছেন।

একইসঙ্গে মিস্টার পারফেকশানিস্টকে ঘিরে ধরেছিলেন ভক্তরা। মোবাইল ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিকে উপেক্ষা করেই ফুচকার প্লেটে মন দিয়েছিলেন অভিনেতা। শীঘ্রই রিলিজ করবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। আর তার আগেই নিজের ফ্যান এদের মাঝে গিয়ে খেলেন পানিপুরি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, হাতে ফুচকা নিয়ে এদিক ওদিক তাকিয়ে মুখে পুরে দিচ্ছেন একের পর এক পানিপুরি। আর এর পরেই পানিপুরি বিক্রেতাকে ইশারায় আমির খান জানান, ফুচকা অত্যন্ত টেস্টি ছিল।

Advertisements

শনিবার আমিরের সঙ্গে জুহুর সমুদ্র সৈকতে হাজির ছিলেন ‘লাল সিং চড্ডা’ পরিচালক অদ্বৈত চন্দনও। রবিবার আইপিএল ফাইনাল চলাকালীন মুক্তি পাবে এই বহুপ্রতীক্ষিত ছবির ট্রেলার। হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্পের অফিসিয়্যাল রিমেক ‘লাল সিং চড্ডা’। এক শিখ ব্যক্তির দেশের নানান স্থানে যাত্রার গল্প ফুটে উঠবে এই ছবিতে। রঙ দে বসন্তির শ্যুটিং চলাকালীন অতুল জানতে পেরেছিলেন আমিরের অন্যতম প্রিয় ছবি ফরেস্ট গাম্প। তারপরই ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হাঙ্কসের এই কালজয়ী ছবিকে ভারতীয় প্রেক্ষাপটে লেখা শুরু করেন অতুল।