গৌরীর সঙ্গে গাঁটছড়া বেঁধেই ফেললেন? প্রেম নিয়ে কী বললেন Mr. Perfectionist?

মুম্বই: বলিউডের ‘Mr. Perfectionist’ যে এখন Perfect Love-এর মুডে রয়েছেন, তা আর গোপন নেই! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরী স্প্র্যাটকে নিয়ে খোলাখুলি প্রেমের স্বীকৃতি…

Aamir Khan Gouri Spratt marriage

মুম্বই: বলিউডের ‘Mr. Perfectionist’ যে এখন Perfect Love-এর মুডে রয়েছেন, তা আর গোপন নেই! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরী স্প্র্যাটকে নিয়ে খোলাখুলি প্রেমের স্বীকৃতি দিলেন আমির খান। হ্যাঁ, ঠিক শুনছেন—এই সম্পর্ক আর লুকিয়ে নেই, এক্কেবারে ‘Committed’! সাম্প্রতিক এক চ্যাটে যখন তাঁকে গৌরীকে নিয়ে প্রশ্ন করা হয়, তখন আমিরের মুখে এক প্রশান্ত হাসি। তিনি বলেন, “গৌরী আর আমি খুবই সিরিয়াস… আমরা একসঙ্গে, জীবনসঙ্গী বলতেই পারেন।”

আর ঠিক তখনই এল সেই মাইক্রোফোন-ড্রপ মোমেন্ট৷ “বিয়েটা… আমার মনে হয় আমি তো ওর সঙ্গে মনে মনে অনেক আগেই বিয়ে করে ফেলেছি। কাগজে কলমে হবে কি না, সেটা সময় বলবে।”

   

Oof! রোম্যান্স লেভেল: অলিম্পাস!

কে এই গৌরী? গৌরী স্প্র্যাট পেশায় একজন সাইকোলজিস্ট এবং লাইফ কোচ। ফিল্মি দুনিয়ার খুব চেনা নাম না হলেও, আমিরের সঙ্গে বেশ কিছু পারিবারিক অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। গসিপ মিল বলছে, ইদানিং খান পরিবারেও গৌরীর এনট্রি একেবারে পাকাপোক্ত।

থেরাপি থেকে থ্রিলিং প্রেম Aamir Khan Gouri Spratt marriage

২০২১-এ কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমির একেবারেই প্রেম-বিমে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। “ভেবেছিলাম বয়স হয়ে গিয়েছে, কে আর এখন প্রেমে পড়বে?” একথা বলেছিলেন রাজ সামানির সঙ্গে এক পডকাস্টে। কিন্তু থেরাপি করতে করতে নিজেকে ফিরে পেলেন আমির। আর ঠিক সেই সময় “গৌরীর সঙ্গে এক ‘ভুল করে’ দেখা হওয়া,” যেন জীবনে রঙ ফিরিয়ে দিল!

বিয়ের প্ল্যান?

কিছুই কনফার্ম না হলেও ইঙ্গিতটা পরিষ্কার। গৌরীর সঙ্গে আমির যে শুধুই প্রেম করছেন না, বরং ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন, তা স্পষ্ট। ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে একটা “ইন্টিমেট সেরিমনি”-র প্ল্যান হয়তো রান্নাঘরে রয়েছে! 

Advertisements

প্রেমের টাইমলাইন

আমির খানের ব্যক্তিগত জীবনের প্রেমের গল্প বলিউডের সিনেমার চেয়ে কোনও অংশে কম রোমাঞ্চকর নয়। তাঁর প্রথম প্রেম ও বিয়ে রিনা দত্তের সঙ্গে, ১৯৮৬ সালে। এই দাম্পত্যে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। প্রায় ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তারপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। এই সম্পর্কের পথ চলা ছিল ১৫ বছরের, যার মধ্যে তাঁরা একসঙ্গে ছেলেকে—আজাদ রাও খান—জন্ম দেন। কিন্তু ২০২১ সালে এই সম্পর্কেও ইতি পড়ে।

এরপর যখন অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আমিরের জীবনে প্রেমের পাতা বন্ধ, তখনই আচমকা সেই পাতায় এলো নতুন মোড়। থেরাপি, আত্মবিশ্লেষণ, এবং নিজেকে ভালবাসার প্রক্রিয়ার মধ্যেই জীবনে এসে পড়েন গৌরী স্প্র্যাট। এক ‘ভুল করে’ দেখা, বন্ধুত্ব, আর সেখান থেকেই তৈরি হয় এক গভীর সম্পর্ক—যেটি এখন পরিণতির পথে।

দ্য বটম লাইন?

আমির এখন কনটেন্ট-মুডে কম, কানেকশন-মুডে বেশি! শুধু বড় পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও যেন নতুন চ্যাপ্টারে অভিনয় করছেন এই সুপারস্টার।