Ira Khan Wedding: অবশেষে বিয়ের সানাই বাজল খান পরিবারে। আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান আগামীকাল অর্থাৎ 3 জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাগদত্তা নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধার আনন্দে সেজে উঠেছে খান পরিবার। দুই পরিবারের মধ্যে শুরু হয়েছে বিয়ের উৎসব। আজ মঙ্গলবার এই দম্পতির হলদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুম্বইতেই। যার ছবি ও ভিডিও এইমুহূর্তে ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শোনা গিয়েছে, মারাঠি রীতিতেই আজ নুপুরের হলদি অনুষ্ঠান হচ্ছে তাঁর বাড়িতেই পালিত হচ্ছে। আর সেই সৌজন্যেই হলদি অনুষ্ঠান উপলক্ষে, আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও হলুদ নিয়ে এদিন হবু জামাইয়ের বাড়িতে পৌঁছেছিলেন। আসলে, ইরার হবু স্বামী নূপুর একজন মহারাষ্ট্রীয়ান। তাই মারাঠি রীতি অনুযায়ী তাঁদের বিয়ের যাবতীয় নিয়মকানুন পালন করা হবে।
এর কারণেই সেই নিয়ম মেনে এদিন মারাঠি লুকেই ধরা দিয়েছেন রীনা ও কিরণ। ঐতিহ্যবাহী নওভারি শাড়ি পরে এদিন হলদি অনুষ্ঠানে পৌঁছেছিলেন কিরণ। শুধু তাই নয়, চুলে গজরাও লাগিয়েছিলেন তিনি। আর কনের মা রীনা দত্ত সোনালি পাড়ের গাঢ় সবুজ শাড়ি পরেছিলেন। এদিন নুপুর একটি লাল কুর্তা এবং সাদা পাজামা পরেছিলেন।
View this post on Instagram
উল্লেখ্য, আমির খানের তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাড়িতেও তার মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। বাড়িকে গোলাপি ও সাদা আলোয় আলোকিত করেছেন রীনা। নূপুরও ওদিকে ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছেন সারা বাড়িকে।
View this post on Instagram