‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙতে প্রস্তুত ‘পুষ্পা 2’, আল্লুকে অভিনন্দন জানাল আমির

পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে ক্যা, ফ্লাওয়ার নেহি ওয়াল্ড ফায়ার হ্যা’ ছবির সংলাপের মতো ছবি বক্স-অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা 2’ (Pushpa 2) । শুধু ভারতে…

Aamir Khan Applauds 'Pushpa 2' for Its Success, Dangal Record in Sight

পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে ক্যা, ফ্লাওয়ার নেহি ওয়াল্ড ফায়ার হ্যা’ ছবির সংলাপের মতো ছবি বক্স-অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা 2’ (Pushpa 2) । শুধু ভারতে নয় গোটা বিশ্বে ঝড় তুলেছে আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি ‘পুষ্পা 2: দ্য রুল’। ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত দারুণ ব্যবসা করছে। এর পাশাপাশি ছবিটি ‘দঙ্গল’-এর মতো বড় রেকর্ড ভাঙতে প্রস্তুত।

‘পুষ্পা ২’ (Pushpa 2) -এর ঝড়ে ভেসে গেছে বহু ছবি। ২৫ দিনে ছবিটি দারুণ আয় করেছে। ‘পুষ্পা 2’ সব ছবি পিছনে ফেলে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ২ নম্বরে চলে এসেছে। এই তালিকার ১ নম্বরে রয়েছে আমির খানের (Aamir Khan) ‘দঙ্গল’ (Dangal) । ২৫ দিনের মাথায় এসে পুষ্পা ২ মোট আয় ১,৭৬০ কোটি টাকা। অন্যদিকে ১ নম্বরে থাকা দঙ্গল ছবির লাইফটাইম কালেকশন ২০৭০.৩ কোটি টাকা। পুষ্পা 2 এখন এর খুব কাছাকাছি চলে এসেছে। ছবিটি যেভাবে সংগ্রহ করছে তা দেখে বলা যায় দঙ্গলের রেকর্ড এখন বেশি দূরে নয়।

   

আমির খান (Aamir Khan) নিজে তার প্রোডাকশন হাউস AKP (আতলির খান প্রোডাকশন) থেকে ‘পুষ্পা 2′(Pushpa 2) ছবির সাফল্যকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, “পুষ্প 2: দ্য রুল-এর টিমকে অভিনন্দন জানাই, আপনাদের সাফল্য ভারতের সিনেমার জন্য একটি বড় বিষয়। আপনারা সর্বদা সফল হবেন।”

অভিনন্দন বার্তা পেয়েই আল্লু অর্জুন (Allu Arjun) আমির খানের (Aamir Khan)প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট মন্তব্য করেছেন, “আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। AKP এর পুরো টিমকে আন্তরিক অভিনন্দন।”

ছবির নির্মাতা মিথ্রি মুভি মেকার্সও এই সাফল্য উদযাপন করেছেন। আমির খানের প্রোডাকশন হাউসকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, “পুষ্প 2: দ্য রুল এর সাফল্য ভারতীয় সিনেমার জন্য এক যুগান্তকারী মুহূর্ত। AKP কে ধন্যবাদ ও শুভেচ্ছা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

‘পুষ্প 2: দ্য রুল’ (Pushpa 2) যেভাবে ব্যবসা করেছে, তাতে এটা স্পষ্ট খুব শীঘ্রই আমির খানের ‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। ‘দঙ্গল’ ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী ২০৭০.৩ কোটি রুপি আয় করেছিল।