পশ্চিমবঙ্গ থেকে শুরু? এই প্রশ্ন উঠছে। কারণ, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি প্রদর্শন (The Kerala Story Ban) বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা হলো।
সিনেমাটির মুক্তি ওপর নিষেধাজ্ঞা জারি করতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। কিন্তু কোনও নিষেধাজ্ঞা জারি করেনি কেরল হাইকোর্ট। পরে সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। এমনকি তামিলনাড়ুতেও ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা গড়াল। আগামী ১৫ মে মামলার শুনানি।
পশ্চিমবঙ্গ নয়, ছবিটি প্রদর্শণ করার দাবিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে আবেদন জানায় কেরল প্রদেশ কংগ্রেস। যদিও কেরলের বাম সরকারের দাবি নিষেধাজ্ঞা বাস্তবোচিত নয়। ছবি বয়কট করা হবে। অন্যদিকে, তামিলনাড়ু থিয়েটার্স ওনার্স অ্যাসোসিয়েশন ছবিটিকে বাতিল ঘোষণা করেছে।
তবে পশ্চিমবঙ্গে ছবি প্রদর্শন নিষিদ্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। তিনি বলেন এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। কেরলের সরকারে থাকা সিপিআইএমকে সমর্থন করছি না বলে জানান মমতা।
৫ তারিখ মুক্তি পেয়েছে সুদীপ্ত সেনের এই ছবিটি। মুক্তির পর থেকে প্রায় ৫০ কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে দ্য কেরালা স্টোরি। পাশাপাশি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার ছবিটি করমুক্ত করেছে