ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার জয়জয়কার

গতবারের মতো এবারেও বাংলার জয়জয়কার সনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডলে’র (Indian Idol) মঞ্চে। বাংলা থেকে ৭ জন প্রতিযোগী এবারের ফাইনালে। তাদের সম্বন্ধেই কিছু…

গতবারের মতো এবারেও বাংলার জয়জয়কার সনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডলে’র (Indian Idol) মঞ্চে। বাংলা থেকে ৭ জন প্রতিযোগী এবারের ফাইনালে। তাদের সম্বন্ধেই কিছু জেনে নেব।

১.বিদীপ্তা চক্রবর্তী: প্রথমেই আছেন বাংলার মেয়ে বিদীপ্তা চক্রবর্তী। এর আগে বাংলা সারেগেমাপা-তে অংশ নিয়েছিলেন বিদীপ্তা। পৌঁছছিলেন ফাইনালেও।
২.সোনাক্ষী কর: কলকাতার ১৯ বছরের এই গায়িকা জানিয়েছিলেন ছোট থেকে ইন্ডিয়ান আইডল দেখেই বড় হয়েছেন। শুনে শুনেই অনেক কিছু শিখে নিয়েছেন। তাই নিশ্চিত ইন্ডিয়ান আইডল ১৩-র জার্নি, তিন বিচারক তাঁর জীবনে অনেক কিছুই বদলে দেবেন। প্রসঙ্গত, সঞ্চারীও সারেগামাপা লিটল চ্যাম্পস ২০১১-তে ছিলেন। এমনকী ইন্ডিয়ান আইডল জুনিয়ার ২০১৩-তেও ছিলেন।

৩.সেঁজুতি দাস: বেলুর মঠ, হাওড়ার মেয়ে সেঁজুতি। গঙ্গার পাশেই থাকেন তিনি। বলিউড ক্লাসিক্যাল আর সেমি ক্লাসিক্যাল ঘরনার গান তাঁর ঘরনা। তবে সব ধরনের গান গাইতে চান তিনি ইন্ডিয়ান আইডলে। ইতিমধ্যে শো-তে অনেকেই তাঁকে নেহা কক্করের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

৪.সঞ্চারী সেনগুপ্ত: সুপার সিঙ্গার জিতেছিলেন কসবার সঞ্চারী। এমনকী প্লেব্যাকের দুনিয়াতেও পা রেখে ফেলেছেন। যিশু-শোলাঙ্কির ‘বাবা বেবি ও’-তে তিনি গা গেয়েছেন। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘বাঁধনে বাঁধিব’ গানটি গেয়েছেন সঞ্চারী।

৫.অনুষ্কা পাত্র: জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্পস (২০১৯)-এর ফাইনালিস্ট ছিলেন অনুষ্কা। জি বাংলার সারেগামাপা ২০২১-র ‘কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার’ ও ‘ভিউয়ার্স চয়েস পুরস্কার’ও পেয়েছিলেন তিনি।

৬.প্রীতম রায়: সংগীতের মহাযুদ্ধের ফাইনালিস্ট ছিলেন প্রীতম রায়। এবার তিনি ইন্ডিয়ান আইডলে। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। ইতিমধ্যেই তাঁর প্রায় ১৭ হাজার ফলোয়ার্স। জি বাংলার সারেগামাপা-তেও দেখা মিলেছিল তাঁর।

৭.দেবস্মিতা রায়: তাঁর সুরেলা গলা চোখে জল এনে দিয়েছিল হিমেশ রেশামিয়ার। জনপ্রিয় ‘রোজরোজ আঁখো তালে’ গানটি গেয়েছেন দেবস্মিতা এর আগে। যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। বঙ্গকন্যার এহেন পারফর্মেন্সে রীতিমত গর্বিত বাংলার মানুষজন।

প্রসঙ্গত, গত বছর ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে সারা দেশের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। ফাইনালে পৌঁছন তিনি। তবে হেরে যান পবদনদীপ রাজনের কাছে।